তাজা খবর
চিত্রনায়ক শ্রাবণ শাহ’র বিরুদ্ধে প্রাক্তন স্ত্রীর মামলা
জমজমাট প্রতিবেদক
বর্তমান প্রজন্মের চিত্রনায়ক শ্রাবণ শাহ। নিয়মিত চলচ্চিত্রে কাজ করছেন তিনি। শ্রাবণ ‘আপন মানুষ’ নামের চলচ্চিত্রে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অভিনয় করেছিলেন। এই নায়ক ২০১৪ সালে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলেন। পারিবারিক আয়োজনে কুমিল্লার মেয়ে মায়মুনা আক্তারকে বিয়ে করেন।
তবে তাদের সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। ৫ বছর সংসার করার পর দুজনের মতের অমিলে পারিবারিকভাবে তাদের ২০১৯ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাদের ঘরে শওকত ওয়াসিত ভূঁইয়া (সুনাম) নামের এক পুত্র সন্তান রয়েছে।
বর্তমানে স্ত্রীর সঙ্গেই রয়েছে শ্রাবণের একমাত্র সন্তান। তবে নায়কের কাছ থেকে প্রাক্তন স্ত্রী সন্তানকে আড়াল করে রেখেছে বলে তিনি জানান। সন্তানের দেখা পেতে আদালতের আশ্রয় নিয়েছেন শ্রাবণ। এ জন্য সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলে সম্প্রতি শ্রাবণের বিরুদ্ধে সন্তানের ভরণপোষণ দেন না অভিযোগ করে মামলা করেছেন প্রাক্তন স্ত্রী মায়মুনা।
এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে শ্রাবণ নিউজজিকে বলেন, ২০১৪ সালে আমাদের বিয়ে হয়। সেসময় আমার স্ত্রীর পারিবারিক অবস্থা সেভাবে ভালো ছিল না। তার পরিবারের সম্পূর্ণ দেখভাল আমাকেই করতে হয়। চট্রগ্রাম মেডিক্যাল থেকে বিএসসি নার্সিং শেষ করে সরকারি চাকরি নেয়। অন্তঃসত্ত্বা হলে আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করে। যেভাবে টাকা চাইবে সেভাবেই দিতে হবে।
তিনি আরো বলেন, সন্তান জন্ম নেওয়ার কিছুদিন পর আমার স্ত্রী শ্বশুরের প্রয়োজনে কয়েক লাখ টাকা চায়। কিন্তু আমি দেইনি। এ নিয়ে আমাদের মধ্যে বেশ ঝগড়া হয়। একপর্যায়ে ৫ বছর সংসার করার পর ২০১৯ সালে আমাকে ডিভোর্স দেয়। নিয়ম অনুযায়ীই আমাদের ডিভোর্স হয়েছিল।
সেসময় সন্তানের ভরণপোষণ এবং স্ত্রীর কাবিননামা বাবদ ১০ লাখ দিয়েছেন জানিয়ে শ্রাবণ বলেন, আমাকে ডিভোর্স দেয়া সত্ত্বেও কাবিননামার টাকা দিয়ে দিই এবং সন্তানের সম্পূর্ণ ভরণপোষণ। মোট ১০ লাখ দিয়েছিলাম। একটা সময় ওরা বাসা বদল করে। ঠিকানা না পেয়ে সন্তানের জন্য মামলা করি। এরপরই আমার বিরুদ্ধে সন্তানের ভরণপোাষণের জন্য উল্টো ১০ লাখ টাকা চেয়ে মামলা করে প্রাক্তন স্ত্রী। অথচ ডিভোর্সের সময় কাবিনের টাকাসহ সন্তানের ভরণপোষণ সব বুঝিয়ে দিই।
শ্রাবণের প্রাক্তন স্ত্রী মায়মুনা আক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত। এ অভিযোগ প্রসঙ্গে তিনি নিউজজিকে বলেন, আমাদের ডিভোর্সের পর তিনি সন্তানের খোঁজ খবর রাখেনি। তাছাড়া, উভয়ের সিদ্ধান্তে ডিভোর্স হয়েছিল। একটা সময় জানতে পারি আমার নামে মামলা করেছে। প্রথমে মামলা প্রসঙ্গে অবগত ছিলাম না। যখন জানতে পারি তখন আমি মামলা করি। ডিভোর্সের সময় সে শুধু কাবিনের ২ লাখ ৫০ হাজার টাকা দেয়। ১০ লাখ টাকা দেয়ার কথা সত্য নয়। সন্তানের বয়স ৫ বছর পার হতে চলেছে কিন্তু এখনো পর্যন্ত ভরণপোষণ দেয়নি তিনি। সন্তানের ন্যায্য দাবি আদায়ের জন্য মামলাটি করি।
আপনার প্রাক্তনের অভিযোগ সন্তানকে দেখতে দিচ্ছেন না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা আদালত অবগত আছে। তাকে নিয়ে আমার কোনও অভিযোগ নেই। তাকে ছোট করে কিছু বলতেও চাই না। দিনশেষে তিনি আমার সন্তানের বাবা। সাড়ে পাঁচ বছর সংসার করেছি। আমাকে নিয়ে অনেক কিছু বলতে পারে কিন্তু আমি কিছু বলব না।
যোগ করে তিনি বলেন, কিছু বিষয় ব্যক্তিগত যার কারণে ৫ বছর সংসার করেও বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হয়। সেটা একান্তই ব্যক্তিগত। একটা মানুষের জন্য বিচ্ছেদ ভালো কিছু নয়। আমার যদি অন্য উদ্দেশ্য থাকত তাহলে সন্তান জন্ম নেয়ার আগেই সরে আসতাম। আমি সংসারটা করতে চেয়েছিলাম কিন্তু সেটা হলো না।
শ্রাবণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা মুনতাসির মামুনের উপন্যাস অবলম্বনে কাজী হায়াৎ পরিচালিত সিনেমা ‘জয় বাংলা’। এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে সিনেমার কাজ কম থাকায় স্টেজ পারফর্মে ব্যস্ত তিনি। চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন ও শ্রাবণ স্টেজের পরিচিত মুখ। একসঙ্গে তারা বিভিন্ন স্টেজ পারফর্মে হাজির হচ্ছেন।
বর্তমানে তার অভিনীত ‘হুরমতি’, ‘পরশ প্রেমের ছোঁয়া’, ‘বাংলার হারকিউলিস’ এবং ‘মানুষ কেন অমানুষ’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় আছে।
শ্রাবণ অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘আপন মানুষ’, ‘দাবাং’, ‘সন্ত্রাসী হামলা’, ‘অশান্ত মেয়ে’, ‘তোকে ভালোবাসতেই হবে’ প্রভূতি।
