Connect with us

Jamjamat

মহান ২১শে’র চেতনায় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ

ফ্যাশন

মহান ২১শে’র চেতনায় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ

জমজমাট প্রতিবেদক

যে ভাষায় আমরা কথা বলি, যার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করি – সেই মাতৃভাষা বাংলাকে অর্জনের জন্যই ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারির দিন বুকের তাজা রক্ত দিয়েছিল বাঙালি জাতির বীর সন্তানেরা। একুশ মানেই অহংকার। ২১ শে ফেব্রুয়ারি এখন আর কেবল বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। একে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান। ২১ শে ফেব্রুয়ারি মানেই বাংলা ভাষার জয়গান পৃথিবীর সকল ভাষার মানুষের মুখে, আর তাতে বাঙালীর চেতনায় উজ্জিবীত হয় বিশ্ববাসী।

দেশের অন্যতম প্রধান ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ সবসময়ই শিল্প ভাবনায় জাতিগত চেতনার সহযাত্রী। সেই চেতনারই বহিঃপ্রকাশ বিশ্বরঙ ২১ শে ফেব্রুয়ারি ২০২৩ এর সকল প্রয়াসে। ২১ কে ঘিরেও তাই বিশ্বরঙ এর ফ্যাশনে এসেছে নানানরকম বৈচিত্র। এখন এটি কেবল উদযাপনের দিন না এটি আমাদের ব্যক্তিত্ব প্রকাশেরও একটি দিন। একুশে ফেব্রুয়ারির পোশাকগুলোকে সাজানো হয়েছে কালো আর সাদা রঙের আঙ্গিকে। কিছুকিছু ক্ষেত্রে লাল রঙের উপস্থিতি কালো আর সাদা রঙকে দিয়েছে ভিন্নমাত্রা। বাংলা বর্ণমালা হয়ে উঠেছে পোশাক অলংকরনে চেতনার অনুষঙ্গ।

শীতের শেষবেলায় : পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে সুতি কাপড়। বিশ্বরঙ এর শাড়ী, থ্রি-পিস, পাঞ্জাবী, টি-শার্ট, উত্তরীয়, মগ ইত্যাদিতে তুলে ধরা হয়েছে শহীদ মিনার, বাংলা বর্ণমালা সহ জ্যামিতিক নকশার বিভিন্ন নান্দনিক অনুষঙ্গ। কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওর্য়াক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি।

Click to comment

Leave a Reply

More in ফ্যাশন

To Top