Connect with us

Jamjamat

ভালোবাসা দিবসে এফ এ প্রীতমের নতুন গান ‘মাননীয় সরকার গার্লফ্রেন্ড দরকার’

মিউজিক

ভালোবাসা দিবসে এফ এ প্রীতমের নতুন গান ‘মাননীয় সরকার গার্লফ্রেন্ড দরকার’

জমজমাট প্রতিবেদক

ভালোবাসা দিবস উপলক্ষে এফ এ প্রীতমের নতুন গান
বর্তমান সময়ের সংগীতশিল্পী এফ এ প্রীতম। তরুণ এ সংগীতশিল্পীর ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান ‘মাননীয় সরকার গার্লফ্রেন্ড দরকার’ গানের মিউজিক ভিডিও আজ (১১ জানুয়ারি) প্রকাশ হবে।

গানটি লিখেছেন আবু রায়হান। সুরকার এফ এ প্রীতম ও সংগীত পরিচালনায় এম এ রহমান। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নাজমুল ইভান। গানটিতে মডেল হয়েছেন সিয়াম ও অপ্সরা আফরোজ।

গানটি প্রসঙ্গে এফ এ প্রীতম বলেন, এই গানটি দুই বছর আগে তৈরি করা হয়েছে। অবশেষে গানটির মিউজিক ভিডিও তৈরি করা হলো। আশা করছি এর সুর, কথা ও গায়কী সবার পছন্দ হবে।

‘মাননীয় সরকার গার্লফ্রেন্ড দরকার’ গানের মতো দরদ এই গানেও শ্রোতারা পাবেন বলে আশা করছেন কণ্ঠশিল্পী এফ এ প্রীতম। তিনি আরও বলেন, শ্রোতারা তার কাছে যে ধরনের গান শুনতে চান এটা তেমনই একটা গান। আমার বরাবরই তার জন্য নতুন কিছু লেখার চেষ্টা ছিল। আর সে প্রচেষ্টা থেকেই এ গানের সৃষ্টি। জানা গেছে, ১১ ফেব্রুয়ারি গানটি আসছে এন ই ফিল্ম ইউটিউব চ্যানেলে বিকালে মুক্তি পাবে।

Click to comment

Leave a Reply

More in মিউজিক

To Top