Connect with us

Jamjamat

প্রকাশ পেল তানহা মৌমাছি – হান্নান শাহ’র ‘চুপি চুপি ভালোবাসা’

মিউজিক

প্রকাশ পেল তানহা মৌমাছি – হান্নান শাহ’র ‘চুপি চুপি ভালোবাসা’

রঞ্জু সরকার

ভালোবাসা দিবস উপলক্ষে এইচ এস মাল্টিমাডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন মিউজিক ভিডিও ‘চুপি চুপি ভালোবাসা’। রবিউল ইসলাম জীবন-এর কথায় গানটি দ্বৈতভাবে গেয়েছেন সময়ের দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী আতিয়া আনিসা ও অয়ন চাকলাদার। এর সুর ও সঙ্গীতায়োজন করেছেন অয়ন।

গানটিতে তানহা মৌমাছির বিপরীতে মডেল হয়েছেন হান্নান শাহ। কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু। নির্মাণ করেছেন কে এ নিলয় খান। ঢাকার অদূরে অবস্থিত ফিল্মভ্যালিতে গানটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। রূপসজ্জায় ছিলেন সাগর রানা।

চিত্রনায়িকা তানহা মৌমাছি বলেন, গানের কথাগুলো চমৎকার। ভালো গান হলে সিনেমার পাশাপাশি প্রায়ই আমি মিউজিক ভিডিওতে কাজ করি। এই গানের কথাগুলো ভালো লেগেছে তাই কাজটি করেছি। রোমান্টিক কথামালায় গানটির দারুণ একটি ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, দর্শক-শ্রোতাদের আমার নতুন মিউজিক ভিডিওটি ভালো লাগবে।

মডেল হান্নান শাহ বলেন, ‘চুপি চুপি ভালোবাসা’ গানটি অসাধারণ। চিত্রনায়িকা তানহা মৌমাছির সাথে প্রথমবার কাজ করলাম। তানহা প্রচন্ডভাবে আমাকে কাজের ব্যপারে সাহায্য করেছে। দুজনের রসায়নটা ভালো ছিলো। আশা করছি দর্শকের গানটি ভালো লাগবে।

নির্মাতা নিলয় বলেন, তানহা ও হান্নান ভাইকে নিয়ে প্রথমবার কাজ করলাম। গানের কথার সঙ্গে তারা দারুণ ভাবে ভিডিও ফুটিয়ে তুলেছেন। এরই মধ্যে আতিয়া আনিসা ও অয়ন চাকলাদার কাজের মাধ্যমে তাদের প্রমাণ দিয়েছেন। আশা করছি, গানটি সবাই পছন্দ করবে।

Click to comment

Leave a Reply

More in মিউজিক

To Top