জমজমাট প্রতিবেদক
বিশ্বব্যাপী চলচ্চিত্র অভিনেত্রীদের প্রায়শ: গল্পের প্রয়োজনে খোলামেলা পোশাকে ক্যামেরার সামনে উপস্থিত হতে হয়। অনেক অভিনেত্রীই আবার অনেক সময় প্রয়োজন ছাড়াও স্বেচ্ছায় খোলামেলা পোশাকে অভিনয় করেন। অনেক অভিনেত্রীর অভিযোগ – তাদের অনিচ্ছায়ও নির্মাতারা তাদের সংক্ষিপ্ত পোশাকে ক্যামেরার সামনে দাঁড় করান। ভারতীয় বলিউডি বা দক্ষিণী চলচ্চিত্রে আজকাল তো প্রয়োজন ছাড়াই খোলামেলা পোশাকে ক্যামেরার সামনে আসছেন অনেক অভিনেত্রী। তবে অভিনেত্রী পিয়া বাজপেয়ী শুধু খোলামেলা পোশাকে অভিনয় করতে হবে – এই কারণে নাকি ছেড়ে দিয়েছেন একাধিক ছবির কাজ। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান।
পিয়া বাজপেয়ী চান ভালো চরিত্রে অভিনয় করতে। এই প্রসঙ্গে পিয়া বলেন, ভালো কাজের সংজ্ঞা বিভিন্নজনের কাছে বিভিন্ন রকম। আমার কাছে ভাল কাজের সংজ্ঞা হচ্ছে যেখানে অশ্লীলতা এবং অপ্রয়োজনীয় কিছু থাকবে না। কারণ আমি অশ্লীলতার অংশ হতে চাই না। প্রয়োজন ছাড়া শরীর প্রদর্শনের বিরুদ্ধে আমি। এই জন্য আমি অনেক প্রজেক্টে কাজ করিনি। তাছাড়া আমি যে কাজ করতে অস্বস্তি বোধ করি, সে কাজ পর্দায় দেখাতে পারি না। তাই দর্শক আমাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পায়। সেটি যে ধরনেরই কাজই হোক না কেনো।
ভারতীয় গণমাধ্যমে বলা পিয়ার কথার সঙ্গে যে কাজের মিল রয়েছে। এর প্রমাণ হিসেবে তিনি ‘কো’, ‘লাল রং’ ও ‘দালাম’ ছবিগুলোর কথা বলেন। তিনি আরও জানান, অনেকগুলো ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছে। কিন্তু তিনি নিজস্ব নীতির বাইরে গিয়ে অভিনয় করবেন না। কারণ পিয়া বাজপেয়ী অশ্লীলতা নয়, কাজ দিয়ে জনপ্রিয় হতে চান।
উল্লেখ্য, ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী পিয়া বাজপেয়ী। তবে তিনি দক্ষিণ পেরিয়ে অভিনয় করেছেন বলিউডেও। ‘মির্জা জুলিয়েট’, ‘মুম্বাই দিল্লি মুম্বাই’, ‘এক্স পাস্ট ইজ প্রেজেন্ট’ এর মতো ছবিগুলোতে দারুন অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তাও। পিয়া চলতি সময়ে তার পরবর্তী ছবি ‘লস্ট’ এর মুক্তির অপেক্ষায় রয়েছেন। ছবিটি শিকাগো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শন করা হয়েছে। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘লস্ট’ মুক্তি পাবে আগামী মাসেই।