Connect with us

Jamjamat

বলিউড বাদশাহ হয়েও টাকার কাছে হেরে গেলেন!

News

বলিউড বাদশাহ হয়েও টাকার কাছে হেরে গেলেন!

জমজমাট ডেস্ক

পাঠান মুক্তি দিয়েও জয়ী হতে পারলেন না বলিউড বাদশাহ শাহরুখ খান টাকার কাছে হেরে গেলেন তিনি! প্রিয় পাঠক, ঠিকই পড়ছেন – আসলেই টাকার টাকার কাছে ধরাশায়ী হলেন বিশ্বের চার নম্বর সেলিব্রেটি ধনী এই মহাতারকা। আসল কথা হলো ভারতীয় মেয়েদের আইপিএল ক্রিকেটে হেরে গেছেন শাহরুখ খান। দল কেনার জন্য ৬৬৬ কোটি দর দিয়েছিল শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দল কেনার জন্য এই পরিমাণ অর্থ যথেষ্ট ছিল না। অর্থাৎ নারীদের আইপিএল ক্রিকেটে হারলেও বলিউডের শাহরুখ পাঠান দিয়ে প্রথম দিনেই মন জয় করে নিয়েছেন তার কোটি কোটি ভক্তের।

বিরাট কোহলির সমর্থকরা যেমন তিন বছর ধরে অপেক্ষা করেছিলেন একটা শতরানের জন্য, শাহরুখ খানের ভক্তরা তেমনই অপেক্ষা করেছিলেন চার বছর। অবশেষে মুক্তি পেল শাহরুখ খানের ছবি। বুধবার (২৫ জানুয়ারি) সকাল থেকে শাহরুখ ভক্তরা হলমুখী। কেউ প্রথম শো দেখছেন, কেউ আবার একটু বেলার দিকে গেছেন। ভারতীয় গণমাধ্যমের দাবি – ইতিমধ্যে বলিউডের বাদশাহ’র পুজো শুরু হয়ে গিয়েছে হলে হলে। চলচ্চিত্রের শাহরুখ পাঠান দিতে জিতে গিয়েছেন। কিন্তু ক্রিকেটের শাহরুখ বুধবার টাকার হেরে গেছেন। তাই তো নারীদের আইপিএলে দল পেলেন না শাহরুখ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আইপিএলে দল কেনার জন্য ৬৬৬ কোটি টাকার দর দিয়েছিল শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দল কেনার জন্য ওই অর্থ যথেষ্ট ছিল না। সব থেকে কম দামে দল কিনেছে কেপ্রি গ্লোবাল হল্ডিংস প্রাইভেট লিমিটেড। লখনউয়ের দল কিনতে তারা খরচ করেছে ৭৫৭ কোটি টাকা। তার থেকে অনেক কম দর দেয় কেকেআর। যার জন্য নারী আইপিএলে জায়গা হল না কলকাতার। ছেলেদের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগেই দল আছে তার। কিন্তু ভারতে মেয়েদের আইপিএলে দল পেলেন না শাহরুখ।

জানা গেছে, ক্রিকেটের শাহরুখ হেরে গেলেও বলিউডের বাদশাহ জিতে গেছেন। প্রথম দিনেই ৫০ কোটি টাকার উপরে আয় হতে পারে পাঠান এর। দুপুর ৩ টে পর্যন্ত শুধু ভারতের মাল্টিপ্লেক্সগুলো থেকেই ২০ কোটি ৩৫ লক্ষ টাকা আয় শাহরুখের এই নতুন ছবির। এই তালিকায় যোগ হবে সিঙ্গল স্ক্রিনের হিসাবও। ভারতে ছবিমুক্তির দিনে সব থেকে বেশি রোজগারের নজির ছিল ‘কেজিএফ ২’ এর। ৫৩ কোটি টাকা আয় হয়েছিল তাদের। ধারণা করা হচ্ছে সেই নজির ছাপিয়ে যেতে পারে পাঠান।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে যে, নারী আইপিএলে সব থেকে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। তাদের দল খেলবে আহমেদাবাদ শহর থেকে। ১২৮৯ কোটি টাকায় আইপিএলে দল কিনেছে আদানি। দামের বিচারে দ্বিতীয় স্থানে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তারা ৯১২ কোটি ৯৯ লক্ষ টাকায় মুম্বাই দল কিনেছে। আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল কিনেছে ৯০১ কোটি টাকায়। বেঙ্গালুরু থেকে খেলবে তারা। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। ৮১০ কোটি টাকায় দল কিনেছে তারা। কেপ্রি গ্লোবাল হোল্ডিংস কিনেছে লখনউয়ের দল। তারা কিনেছে ৭৫৭ কোটি টাকায়।

Click to comment

Leave a Reply

More in News

To Top