জমজমাট ডেস্ক
বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে বরাবরই বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তার প্রাক্তন প্রেমিকা সোমি আলিকে। অবশ্য তাদের মধ্যের সম্পর্ক যে একেবারেই মধুর নয়। এই সাবেক প্রেমিক জুটির মধ্যকার সম্পর্ক যে বেশ তিক্ত, তা প্রায়ই টের পাওয়া যায় সোমি আলির সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে। বারবার তিনি সালমানকে নিয়ে নানা মন্তব্য করেন। যদিও বলিউডের ভাইজানকে এই নিয়ে একেবারেই মুখ খুলতে দেখা যায় না। এবারও ফের নিজের সোশ্যাল হ্যান্ডলে তারকাকে নিয়ে মন্তব্য করলেন সোমি আলি।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সোমি আলি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সোমি আলি দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। সেখানেই তিনি মন্তব্য করেছেন যে, সালমান খানের সঙ্গে কাটানো ৮ বছর তার গোটা জীবনের সব চাইতে জঘন্যতম সময়। শুধু তাই নয়, সেখানেই তিনি তার জীবনের সেই সমস্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। যে, কীভাবে সালমান খান প্রভাব খাটিয়ে তার কেরিয়ার ধ্বংস করে দিয়েছেন সেই বিষয়ও তুলে ধরেছেন সোমি আলি।