জমজমাট ডেস্ক

মাদক কাণ্ডে গ্রেফতার হওয়া শাহরুখ খান পুত্র আরিয়ান বারবার উঠে আসছেন চর্চায়। যদিও তার পরিচালক হিসেবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার পরিকল্পনা রয়েছে। তবুও বলিউড বাদশা তনয় নিজস্ব ব্যবসাও শুরু করেছেন তিনি। তবে তার ব্যবসাটা মদের। জানা গেছে, ভবিষ্যতে আরিয়ানের পরিকল্পনা রয়েছে ব্যবসা বাড়ানোর। তাই সব দিক দিয়েই লাইমলাইট ধরে রেখেছেন তিনি। আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু কৌতূহল কারও কম নয়। শাহরুখ খানের সন্তান বলে কথা। তিনি কার সঙ্গে ডেট করছেন, কার সঙ্গে প্রেম করছেন – এসব কিছুই জানার জন্য সবাই সবসময়ই মুখিয়ে থাকেন। মাঝখানে শোনা গিয়েছিল অভিনেতা চাংকি পাণ্ডে তনয়া অনন্যা পাণ্ডের সঙ্গে আরিয়ানের সম্পর্কের কথা।

এর আগে মাদককাণ্ডে আরিয়ানের গ্রেফতার হওয়ার সময়ে অনন্যাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো থেকে। অভিযোগ উঠেছিল, অনন্যা নাকি আরিয়ানকে গাঁজা সরবরাহ করতেন। ওই যাত্রায় গ্রেফতার থেকে অনন্যা বেঁচে যান। কিন্তু আরিয়ান তার থেকে দূরত্ব বাড়িয়ে নেন। পরবর্তীকালে শাহরুখ পুত্রের প্রতি ভাললাগার কথা স্বীকার করেছিলেন অনন্যা। কিন্তু আরিয়ান পাত্তা দেননি।

এবার এক বলিউড ডিভার সঙ্গে আরিয়ানের নাম জড়িয়েছে। তবে তিনি কোনো স্টার কিড নন। তথাকথিত অভিনেত্রী হয়েও ইন্ডাস্ট্রির অনেক প্রথম সারির নায়িকাদের থেকে তার জনপ্রিয়তা বেশি। তার আইটেম নাচে দুনিয়া মাতোয়ারা, তিনি নোরা ফাতেহি। চমকানোর মতোই ব্যাপার বটে। নোরা আরিয়ানের মধ্যে বয়সের ফারাক পাঁচ বছর। তবে এমন জল্পনার ভিত্তি নিয়ে তুমুল আলোচনা চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়েছে। সেখানে এক মহিলার সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে আরিয়ানকে। আবার সেই মহিলাকেই দেখা গিয়েছে নোরার পাশে একই জায়গায়। দাবি করা হচ্ছে, দুবাইতে আরিয়ানের নিউ ইয়ার পার্টিতে নাকি আমন্ত্রিত ছিলেন নোরা। আর এই ছবিগুলোর ভিত্তিতেই দাবি উঠছে, নোরার সঙ্গে ‘বিশেষ’ সম্পর্ক গড়ে উঠছে আরিয়ান খানের।

জানা গেছে, গুঞ্জন নিয়ে কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে নেটিজেনরা। একদলের প্রশ্ন, নিজের থেকে ঢের বড় একজন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ালেন কীভাবে আরিয়ান ? আর অন্য দল গোটা বিষয়টা নিয়েই আপত্তি প্রকাশ করেছে। তাদের বক্তব্য, দুজন মানুষ একসঙ্গে পার্টি করা মানেই তারা সম্পর্কে রয়েছেন – এমন ধারণা করে নেওয়া ভিত্তিহীন। আরিয়ান এবং শাহরুখের ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন গুঞ্জন ছড়ানো হচ্ছে বলে দাবি এই পক্ষের।

Leave a Reply