Connect with us

Jamjamat

বৈশাখী টিভিতে হাসান জাহাঙ্গীরের নতুন দীর্ঘধারাবাহিক

ধারাবাহিক

বৈশাখী টিভিতে হাসান জাহাঙ্গীরের নতুন দীর্ঘধারাবাহিক

জমজমাট ডেস্ক

নতুন বছর ১ জানুয়ারি অভিনেতা হাসান জাহাঙ্গীরের জন্মদিন থেকে বৈশাখী টিভিতে রাত ৯.২০ মিনিট থেকে শুরু হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘ফ্যামিলি ডিসটেন্স’। হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি জোহর, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, সাবেরি আলম, শফিক খান দিলু, হারুনুর রশিদ বান্টি, শাহেদ শরিফ খান, হাসান জাহাঙ্গীর, আশিক চৌধুরী, চাঁদনী, তারিক স্বপন, সিয়াম নাসির, অনন্য অনু, আইবি নূর, নিঝুম রুবিনা, শরীফ সরকার, সাবরিনা সুইটি প্রমুখ।

নাটকের গল্প সম্পর্কে বলতে গিয়ে পরিচালক হাসান জাহাঙ্গীর বলেন, টাকা হলেই জীবনের সুখ আসে না। সম্পর্ক টিকে থাকে না। কোন না কোন কারণে সমাজ এবং সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মানুষ। কেন এবং কি কারণে সমাজ থেকে, পরিবার থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে – ডিসটেন্স তৈরি হচ্ছে – তারই প্রতিফলন ঘটবে এই দীর্ঘধারাবাহিক নাটকে। যা দর্শক নন্দিত হবে বলে আমার বিশ্বাস। কাকতালীয়ভাবে আমার জন্মদিনে নাটকটি প্রচার হচ্ছে ভেবে খুব ভালো লাগছে।

নাটকের গল্পে দেখা যাবে ইমতিয়াজ চৌধুরী বাবা মার দেওয়া দায়িত্ব পালনে স্বার্থপরের ভূমিকা নিয়ে ভাই বোনের সম্পত্তি আত্মসাৎ করে আজ তিনি অনেক বড় লোক। মেইল – ফ্যাক্টরি- হসপিটাল গার্মেন্টস অনেক ব্যবসা তার, উল্টোদিকে ইমতিয়াজ চৌধুরীর ভাই-বোন বাবা-মায়ের সম্পত্তি হারিয়ে একজন মানসিক রোগী। একজন ভিক্ষাবৃত্তি করে সংসার চালায়।

অন্যজন অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে। ইমতিয়াজ চৌধুরী নিজের সুখের জন্য ভাই বোনের খবরটুকু পর্যন্ত রাখেন না। জীবনকে উপভোগ করতে গিয়ে একে একে চার বিয়ে করেছেন। কোন সংসারেই তার সন্তান নেই। সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দিনের পর দিন। শুধু সন্তানের অভাবে। এভাবেই এগিয়ে চলে ডিসটেন্স নাটচকের কাহিনী।

Click to comment

Leave a Reply

More in ধারাবাহিক

To Top