Connect with us

Jamjamat

তানজীব সারোয়ারের কর্মজীবনীমূলক বই ‘মেঘ মিলন’

News

তানজীব সারোয়ারের কর্মজীবনীমূলক বই ‘মেঘ মিলন’

রঞ্জু সরকার

জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার। সম্প্রতি বিশ্বসাহিত্য কেন্দ্রে এই গায়কের কর্মজীবনীমূলক বই ‘মেঘ মিলন’র প্রচ্ছদ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যমে উন্মোচন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানজীব সারোয়ার, ‘মেঘমিলন’ বইয়ের রচয়িতা রেডিও জকি রিজন আহমেদ, কবি ইমরান মাহফুজ, দুয়ার প্রকাশনীর কর্ণধার এম হৃদয় হোসেন, বইমই প্রকাশনীর কর্ণধার ইমদাদুল হক।

এসময় রিজন আহমেদ বলেন, আমরা রেডিওতে নানা মানুষের নানা গল্প শুনে থাকি। কিন্তু অন্য আরেকটি গল্পের মাঝে পূর্বের গল্পটি হারিয়ে যায়। আমি চেষ্টা করছি একটি মানুষের গল্পটি মলাটবন্দি করে রাখতে। যেন একটা সময় মানুষ ভুলে যেতে চাইলেও আবার মনে করিয়ে দিবে বুকশেলফে থাকা ‘মেঘমিলন’ বইটি।

কবি ইমরান মাহফুজ বলেন, তানজীব সারোয়ার একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। একজন জনপ্রিয় শিল্পীর সাহিত্য জগতে পা রাখা সত্যিই আনন্দের বিষয়। এর মাধ্যমে প্রজন্ম তানজীব সারোয়ারকে ভালোভাবে জানতে পারবে, তার কাছে থেকে অনুপ্রেরণা পাবে। মেঘমিলন বইটি তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা পাবে কারণ, বইটি প্রকাশ করছে দুয়ার প্রকাশনী। যার প্রকাশকও একজন তরুণ। তারুণ্যের সাথে তরুণের মেলবন্ধন প্রজন্মের জন্য আশীর্বাদ স্বরুপ।

প্রকাশক ইমদাদুল হক বলেন, আমরা তানজীব ভাইয়ের অসংখ্য গান শুনে আত্মতুষ্টি ও মনের প্রশান্তি পেয়ে আসছে। আগামী বইমেলায় তার বই আসবে এটা আরও বেশি আনন্দের।

তানজীব সারোয়ার ধন্যবাদ জানিয়ে বলেন, আমি ছোটবেলা থেকেই গানের সাথে যুক্ত ছিলাম। তবুও আমাকে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজকের তানজীব সারোয়ার হতে হয়েছে। মেঘমিলন বইয়ে আমার শুভাকাঙ্ক্ষী ও শ্রুতারা আমার সেই সব স্ট্রাগল সম্পর্কে জানতে পারবেন। যারা নতুন, নতুনভাবে সঙ্গীত জগতে পা রাখছেন তাদের জন্য ‘মেঘমিলন’ হবে ডাইজেস্ট স্বরুপ।

দুয়ার প্রকাশনীর প্রকাশক এম হৃদয় হোসেন বলেন, একজন কণ্ঠশিল্পীর জীবনের গল্প মলাটবন্দি হওয়া সাহিত্যের জন্যই নয় দেশের সংস্কৃতির জন্যও জরুরি। এর মাধ্যমে সংরক্ষিত হবে শিল্পী জীবন ও তার শিল্প কর্মের বন্দুর পথ অতিক্রমের বর্ণনা। যা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

Click to comment

Leave a Reply

More in News

To Top