Connect with us

Jamjamat

এখনও চিরতরুণী মুম্বাই অভিনেত্রী রেখা

বলিউড

এখনও চিরতরুণী মুম্বাই অভিনেত্রী রেখা

জমজমাট ডেস্ক

মুম্বাইয়ের হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা রেখা যেনো চিরতরুণীর প্রতিকৃতি। যদিও তিনি চির কুমারী নন। তিনি মুকেশ আগরওয়াল নামের একজনকে বিয়ে করেছিলেন। তবে ১৯৯০ সালে মুকেশ আগারওয়াল রেখার সাদা রঙের একটি ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন। ওই সময় জানা গিয়েছিল – ওই ওড়নার সালোয়ার কামিজ সেট রেখার কাছে ভীষণ আতঙ্কের ছিল। মুম্বাই পুলিশ আলামত হিসেবে ওড়না জব্দ করে। তখন রেখার সেক্রেটারি ফারজানা রেখাকে ট্রমা থেকে বাঁচাতে সেই ড্রেস গৃহপরিচারিকা সারদাকে দিয়ে দিয়েছিলেন।

মুকেশের সাথে প্রেম হবার আগে রেখার জীবনে বহু পুরুষ এসেছিলেন। অতীতে রেখা ছিলেন স্থুল ফিগারের অধিকারী। গায়ের রঙও ছিল শ্যামবর্ণ। তবে কঠোর সাধনা করে সেই রেখা হয়ে ওঠেন অপরূপা, লাস্যময়ী। রেখার বাবা জেমিনি গনেশন ছিলেন দক্ষিণের নামকরা অভিনেতা। তার মা পুস্পাবলিও টুকটাক অভিনয় করতেন। তবে রেখার বাবার জীবনে দ্বিতীয় নারী হিসেবে আসেন সুপারহিট অভিনেত্রী সাবিত্রী। যদিও সাবিত্রীকে সামাজিক স্বীকৃতি দেননি জেমিনি গনেশন। রেখার যখন অভিনেত্রী হওয়ার সাধ জাগে, তিনি ইন্ডাস্ট্রিতে ধর্ণা দিতে শুরু করেন। কিন্তু পরিচালক প্রযোজক ও কস্টিউম ডিরেক্টরদের লোলুপ দৃষ্টি পড়ে তার ওপর। ছবিতে কাস্ট করার প্রতিশ্রুতির বিনিময়ে রেখাকে অনেককিছু বিসর্জন দিতে হয়েছিল।

শোনা যায়, শাওনভাঁদো ছবিতে অভিনয় করার সময় ছবির অভিনেতা নবীন নিশ্চল রেখাকে অ্যাবিউজ করেন। এরপর রেখার জীবনে অনেকেই আসেন – বিনোদ মেহরা, বিনোদ খান্না, জীতেন্দ্র, অমিতাভ বচ্চন। তবে অমিতাভের সাথে রেখার নির্ভেজাল প্রেমের সম্পর্ক ছিল। রেখা আজো তার সিঁথিতে সিঁদুর পরেন ভারতীয় বধূর মত। অনেকেই বলেন, এটা অমিতাভের নামের সিঁদুর। তবে রেখার সেক্রেটারি ফারজানা সবসময় প্রশ্নবিদ্ধ ছিলেন। এক সময় চাউর হয় ফারজানার সাথে রেখার আপত্তিকর সম্পর্ক ছিল। যদিও রেখা ফারজানাকে তার অন্তরের বোন বলে দাবি করেছেন। বর্তমানে সিলভার স্ক্রিনে সেভাবে দেখা যায়না সোনালি জমানার কিংবদন্তী রেখাকে। তবে অ্যাওয়ার্ড শো’তে নিয়মিত উপস্থিতি তার। ছবিতে অভিনয় না করলেও তার ঠাটবাঁট কিন্তু বিন্দুমাত্র কমেনি। এখনও ভুবনমোহিনী হাসিতে নজর কাড়েন তিনি। বিলাসবহুল জীবন যাপন করেন। অনেকের প্রশ্ন – এখনও কিভাবে দামী শাড়ি, দামী গাড়ির খরচ সামলান রেখা ? আয় করেন কীভাবে ? আসলে একাধিক জায়গা থেকে আয় করেন রেখা। মুম্বাই এবং দক্ষিণ ভারতে কয়েকটি বাড়ি রয়েছে রেখার। এগুলোর মধ্যে কয়েকটি বাড়ি ভাড়া দিয়েছেন তিনি। মোটা টাকা ভাড়া পান সেখান থেকে।

এখনও বিজ্ঞাপনের জগতে সক্রিয় রেখা। খুব বেশি অ্যাড ফিল্মে মুখ না দেখালেও, একগুচ্ছ ব্র্যান্ড এনডোর্স করেন তিনি। সেখান থেকেও ভালো আয় করেন। অতীতে রাজনীতির দুনিয়াতেও দেখা গিয়েছিল তাকে। রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। ফলে একটা সরকারি ভাতাও পান তিনি। এছাড়া প্রচুর ফিক্সড ডিপোজিট রয়েছে রেখার। ৪০ বছর ধরে যে ৪০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিলেন, তা সঞ্চয় করেছেন। তবে মধ্যবিত্ত ধ্যান ধারণায় বিশ্বাসী তিনি। আয়ের চেয়ে বেশি সঞ্চয়ের নীতিতে বিশ্বাস করেছেন আজীবন। আর সেই কারণেই আজও বিলাসবহুল জীবন কাটাতে পারছেন। তিনি বর্তমানে বান্দ্রার বিলাসবহুল বাড়িতে থাকেন। বাঁশের উঁচু দেওয়াল দিয়ে ঘেরা তার সেই দামী বাড়ি। নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘেরা থাকে তার বাড়ি। রেখা কাজ ছাড়া বাড়ির বাইরে উঁকি দেননা। নতুন পোশাক, গাড়ি কিনতে দেখা যায় না তাকে। তবে প্রায় একশো কাঞ্জিভরম শাড়ি আছে রেখার আলমিরাতে। সোনার গহনা তো রেখার খুব বেশি প্রিয়। একসময় সোনার গহনা কিনেছেন দুইহাত ভরে। তাইতো তাকে খুব সোনার গয়না পরতে দেখা যায় আজও।

এই কিংবদন্তী অভিনেত্রী তার সাজের ক্ষেত্রে নিজস্ব একটা ঘরানা এখনও অনুসরণ করেন। সেই কারণেই হয়তো পুরনো কাঞ্জিভরম শাড়িতেও দুর্দান্ত লাগে তাকে। মার্জিত সাজসজ্জার কারণে ৬৮ বছর বয়সে আজও তাই রেখা এক চিরতরুণী অভিনেত্রী।

Click to comment

Leave a Reply

More in বলিউড

To Top