জমজমাট প্রতিবেদক
দুই বাংলার সমান জনপ্রিয় ও গুণী অভিনেত্রী জয়া আহসানের সাফল্যের পালকে যুক্ত হলো আরেকটি নতুন রেকর্ড। বলিউডের হিন্দী ছবিতে এতোদিন তার অভিনয় করা হয় ওঠেনি। তবুও সুন্দরী তারকা জয়া আহসান পেয়েছেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। এবার এই অভিনেত্রী অভিনয় করতে যাচ্ছেন বলিউডের একটি হিন্দী ছবিতে।
কলকাতার একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছবিটির নাম ‘করক সিং’। অনিরুদ্ধ রায় চৌধুরী এটি পরিচালনা করবেন। ছবিতে জয়ার সঙ্গে দেখা যাবে বলিউডের শক্তিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। এতে আরও অভিনয় করবেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। এছাড়া পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনয়শিল্পীও অভিনয় করবেন বলে জানা গেছে।
‘করক সিং’ একটি আর্থিক কেলেঙ্কারির ঘটনা নিয়ে নির্মাণ করা হবে। ছবিটির শুটিং করা হবে কলকাতা ও মুম্বাইতে। জানা গেছে, এই ছবিতে অভিনয় করার কথা ছিল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর।