Connect with us

Jamjamat

নোরার চুলের মুঠি ধরে সহ-অভিনেতার চড়

বলিউড

নোরার চুলের মুঠি ধরে সহ-অভিনেতার চড়

জমজমাট ডেস্ক

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে নাচার কথা থাকলেও খুঁজে পাওয়া যায়নি নোরাকে। সেটা নিয়ে আলোচনার মাঝেই হাতাহাতির খবর সামনে এনে ফের শিরোনামে ভারতীয় চলচ্চিত্রের এই বিখ্যাত আইটেম গার্ল! তবে আসছে ২৯ নভেম্বর বিশ্বকাপ ফুটবলের আরেক অনুষ্ঠানে তাকে দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কিন্তু এর আগেই মারপিটের গল্পে ফের চর্চায় নোরা।

নাচছেন না, গাইছেন না। অনুষ্ঠানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন। নোরা ফতেহির হলো কী ? এত হইচই দেশ জুড়ে, তবু কাতারে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কোথায় যে ভিড়ে মিশে গেলেন! দেখাই গেল না ভারতের জনপ্রিয় ‘বেলি ডান্সার’কে। শাকিরা বা জেনিফার লোপেজ হওয়া দূরে থাক, ফুটবল উন্মাদনার মাঝে তার কথা এক রকম ভুলতে বসেছেন সবাই। যদিও কপিল শর্মা শো’র একটি পর্ব সম্প্রচারিত হতেই ফের শিরোনামে নোরা ফতেহি।

জানা যায়, শুটিংয়ের সময় এক সহ-অভিনেতার সঙ্গে তুমুল মারপিটের কথা ভাগ করে নিয়েছেন নোরা সেই পর্বে। শান্তশিষ্ট অভিনেত্রী সময় বিশেষে যে এমন ক্ষিপ্ত হয়ে উঠতে পারেন-সেটা ওই পর্বেই জানা গেলো। নোরাকে বলতে শোনা যায়, আমি তখন বাংলাদেশে শুটিং করছিলাম। সেই অভিনেতা আমার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করলেন। এই কারণে আমি তাকে চড় মারলাম। তিনিও আমায় পাল্টা চড় মারলেন। তারপর আমি আবার তাকে চড় কষালাম। তিনি তখন আমার চুলের মুঠি ধরলেন। ওই সময় আমাদের মারপিট বড় আকার ধারণ করেছিল। যে ছবির শুটিংয়ে এত বিপত্তি, তার নাম ‘অ্যান অ্যাকশন হিরো’। এই থ্রিলারে ‘জেহদা নাশা’ নামের এক নাচের ভিডিওতে পারফর্ম করেছেন নোরা। গানটি যদিও রিমেক। অনিরুদ্ধ আয়ার পরিচালিত ছবিটি মুক্তি পাবে চলতি বছর ২ ডিসেম্বর।

এর মাঝে গুঞ্জন শুরু হয়েছে – বিশ্বকাপের জন্যই কি সব তুলে রাখলেন ? বাংলাদেশে গিয়ে কেন নাচেননি নোরা! এ নিয়েও দর্শক ক্ষুব্ধ।

অন্য দিকে আগামী ২৯ নভেম্বর নোরার লাইভ অনুষ্ঠান রয়েছে ফিফা ফ্যান ফেস্টিভ্যালে। সেখানে কি স্বমহিমায় ধরা দেবেন নোরা ? তাই আশায় আশায় রয়েছেন অনুরাগীরা। ২৯ দিন ধরে ফুটবল মহোৎসবে এক হয়েছে গোটা বিশ্ব। বিভিন্ন দেশের সংস্কৃতি, গান এবং জীবনধারা নিয়ে উন্মাদনায় এক হবেন ফুটবল তারকারা। সবার জন্য উৎসবের মঞ্চ সাজানো হবে দোহার কেন্দ্রে বিদ্দা পার্কে। বহু মানুষ জড়ো হবেন নোরার অনুষ্ঠান দেখতে। তিনিই ভারত তথা এশিয়ার প্রতিনিধি, যিনি ফিফার মঞ্চে গাইবেন। এমনটা কথা থাকলেও সেটা না হওয়ারও এক রকম আশঙ্কা থেকেই যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি এবার। তাছাড়া গেলো ১৮ নভেম্বর বাংলাদেশে শো ছিল নোরার। কলাকুশলীর সঙ্গে মঞ্চেও উঠেছিলেন নোরা। তারই জনপ্রিয় গান ‘দিলবর’ এর সঙ্গে বাকিরা নাচেন। কিন্তু অভিনেত্রী নিজে পা মেলাননি। তাতেই অবাক হন একাংশ। বার বার কি তিনি এভাবে দর্শকদের হতাশ করবেন ?

Click to comment

Leave a Reply

More in বলিউড

To Top