একক নাটক
প্রথমবার জুটি বাঁধলেন ‘এক মেয়ের চার স্বামী’ নাটকে সৈকত খান-দোলন দে
Published on
জমজমাট প্রতিবেদক
প্রথমবারের মত জুটি বেঁধে ক্যামেরার সামনে আসছেন অভিনেতা সৈকত খান এবং অভিনেত্রী দোলন দে। এস এম আইয়ুব আলী খান কাইছার পরিচালিত একক নাটক ‘এক মেয়ের চার স্বামী’ তে এক সাথে দেখা যাবে এই দুইজনকে।
এই নাটকে আরো যারা অভিনয় করছেন তারা হলেন- সাহেল মাহামুদ, শফিরাজ, অনুভব, অধরা নেহারিকা, ইসরাত, ফারজানা জয়া প্রমুখ। ডিওপি ছিলেন শিমুল চৌধুরী।মেকআপ- রহিম।
পরিচালক আইয়ুব বলেন, কমেডি- রোমান্টিক ধাচের এই নাটকটিতে সৈকত খান এবং দোদল দে দুইজনই প্রানবন্ত অভিনয় করেছেন। আশা করি দর্শকরা বেশ উপভোগ করবেন।
এবিআর মাল্টিমিডিয়া নিবেদিত এই নাটকটি আগামী ২৮ নভেম্বর রাত ৮ টায় চ্যানেল নাইন-এ প্রচারিত হবে।
Continue Reading
Related Topics:'এক মেয়ের চার স্বামী', অধরা নেহারিকা, অনুভব, ইসরাত, একক নাটক ', এস এম আইয়ুব আলী খান কাইছার, দোলন দে, ফারজানা জয়া, শফিরাজ, সাহেল মাহামুদ, সৈকত খান
Click to comment