চলচ্চিত্র
প্রথমবার যৌথ প্রযোজনার ‘স্পর্শ’ সিনেমায় চিত্রনায়ক নিরব
রঞ্জু সরকার
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় অসংখ্য সিনেমা নির্মিত হয়েছে। মাঝে বন্ধ হয়ে যায় যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ। ২০১৪ সালে অশোক পাতি ও অনন্য মামুন নির্মাণ করেন ‘আমি শুধু চেয়েছি তোমায়’। এরপর নিয়ম-নীতির জটিলতায় গত কয়েক বছর ধরে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ প্রায় বন্ধ। তবে অনন্য মানুন আবার যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ করছেন।
তবে আবারও দেশের প্রযোজক ও নির্মাতারা আগ্রহী হচ্ছেন যৌথ প্রযোজনায়। নির্মিত হতে যাচ্ছে ‘স্পর্শ’ নামে এক সিনেমা, যেটিতে ঢাকার পাশাপাশি অর্থলগ্নি করবে কলকাতার প্রযোজক।
এ ছবিতে নায়ক হিসেবে চূড়ান্ত হয়েছেন নিরব হোসেন। ছবিতে নায়িকা হিসেবে থাকবেন ওপার বাংলার নন্দিত একজন অভিনেত্রী। ছবিটি বাংলাদেশ থেকে পরিচালনা ও প্রযোজনা করবেন অনন্য মামুন৷ কলকাতায় এর দায়িত্বে আছেন অভিনন্দন দত্ত।
চিত্রনায়ক নিরব বলেন, ‘অনেকদিন পর দেশে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ হতে যাচ্ছে। ভালো লাগছে সিনেমাটিতে যুক্ত হতে পেরে। আশা করছি নতুন এই অভিজ্ঞতা আমার জন্য প্রাপ্তি বয়ে আনবে।
উল্লেখ্য, নায়ক নিরব দীর্ঘ ক্যারিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন। তবে এবারই প্রথম তিনি যৌথ প্রযোজনার ছবিতে কাজ করতে যাচ্ছেন।
ছবির নায়িকা নিয়ে নিরব বলেন, এ ব্যাপারে আমি কিছু বলতে পারছি না৷ পরিচালকরা ভালো বলতে পারবেন। হয়তো দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে এটুকু জেনেছি ছবিতে কলকাতার একজন জনপ্রিয় এবং গুণী অভিনেত্রী থাকবেন।
জানা গেছে ‘স্পর্শ’ ছবিতে দুই বাংলার প্রিয়মুখেরা উপস্থিত থাকবেন। সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষের দিকেই শুরু হবে ছবির কাজ।
