Connect with us

Jamjamat

বৈশাখী টেলিভিশনে সরাসরি ‘শুভ মহালয়া’

টেলিভিশন

বৈশাখী টেলিভিশনে সরাসরি ‘শুভ মহালয়া’

জমজমাট প্রতিবেদক

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গা পুজা উপলক্ষে দশমী পর্যন্ত প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠানের আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। শারদীয় দুর্গা পুজার প্রথম দিন শুভ মহালয়া ২৫ সেপ্টেম্বর। এদিন ভোর সাড়ে ৫টা থেকে রমনার কালী মন্দির থেকে থাই ফুড নিবেদিত নিকোলাস হীরার প্রযোজনায় ‘শুভ মহালয়া’র পুরো অনুষ্ঠান সরাসরি প্রচার করবে বৈশাখী টেলিভিশন।

এছাড়াও মামুন আব্দুল্লাহর প্রয়োজনায় সকাল সাড়ে ৭টায় পুজার গান নিয়ে প্রচার হবে ‘জন্মভূমি’। সকাল ৮.২০ মিনিটে ‘বৈশাখীর সকালের গানে’ পুজার গান নিয়ে হাজির হবেন অলোক সেন। প্রযোজনা লিটু সোলায়মান। মহালয়া উপলক্ষে সকাল ১০.১০ মিনিটে প্রচার হবে শাবানা, বুলবুল আহমেদ, মিঠুন, রোজিনা ও এটিএম শামসুজ্জামান অভিনীত চলচ্চিত্র ‘রাজলক্ষী শ্রীকান্ত’।

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top