Connect with us

Jamjamat

দীর্ঘ বিরতির পর গান নিয়ে ফিরছেন অনিক সাহান

মিউজিক

দীর্ঘ বিরতির পর গান নিয়ে ফিরছেন অনিক সাহান

জমজমাট প্রতিবেদক

২০১৩ সালের ব্যাপক সাড়া ফেলে দেওয়া ‘জনম জনম’ গানের শিল্পী অনিক সাহান ২০১৪ তে হঠাৎ প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয় অ্যামেরিকার নিউ জার্সিতে। সেখান থেকে কিছুটা সুস্থ হতেই কয়েকটি গান তিনি দর্শকদের উপহার দেন। দেশে ফিরে আসেন তার পরের বছরই। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। দেশে ফেরার পথে তিনি গাড়ি এক্সিডেন্ট করেন। ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন থেরাপি নেয়ার কারণে গানে মনোনিবেশ করতে পারেনি। সুস্থ হয়েই দীর্ঘ ৮ বছর পর নতুন উদ্যমে গানে মনোনিবেশ করেন। এরই মধ্যে তার তিনটি গানের ভিডিও শ্যুটিং শেষ হয়েছে। সবগুলো গানই চিটাগাং এর বিভিন্ন মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে শুট করা।

এর মধ্যে ‘মিনতি’ ফোন গান, এ গানের সুরকার, গীতিকার এবং পরিচালক তিনি নিজেই। ‘মনে ধরছে’ নামের আরেকটি পার্টি সং নিয়ে নতুন রুপে দেখা যাবে এই জনপ্রিয় শিল্পীকে। গানেরও সুরকার, গীতিকার তিনিই। এবং ‘তোমাকে ঘিরে’ শিরোনামে আরেকটি চমৎকার দ্বৈত র‍্যাপ গান নিয়ে আসছেন তিনি। এ গানে তার সাথে দেখা যাবে সিয়াম ফারদিন ওরফে জেটুডি-কে। সবগুলো গানেই তিনি তার পুরনো স্টাইলে নতুনত্ব দেখিয়েছেন।দর্শকদের মাতানোর জন্য এবার অনিক সাহান পরপর তিনটি গানই এ বছরের মধ্যেই প্রকাশ করবেন তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‌‌’অনিক সাহান’ থেকে।

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

More in মিউজিক

To Top