শনিবার, ১১ মে ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন
Uncategorized

দীর্ঘ ৮ বছর পর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলন

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

রিয়েল তন্ময়

বাংলাদেশ শিল্পকলা একেডেমিতে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ম কেন্দ্রীয় সম্মেলন। প্রতি দুই বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার তা হয়েছে দীর্ঘ ৮ বছর পর। এর আগে সবশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালে।এবারের সম্মেলনের মধ্য দিয়ে ৮ বছর পর গোলাম কুদ্দুছকে সভাপতি এবং আহকাম উল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২২-২৪ মেয়াদের ১০১ সদস্যের নির্বাহী কমিটি গঠিত হয়।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) ‘সংস্কৃতির শক্তিতে জেগে উঠো বাংলাদেশ’ স্লোগান নিয়ে সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সম্মেলন শুরু হয়। এটি উদ্বোধন করেন দেশবরেণ্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। এবারের সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আগের সভাপতি গোলাম কুদ্দুছ তার পদে বহাল রয়েছেন। তবে হাসান আরিফের মৃত্যুতে সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে এসেছেন আহকাম উল্লাহ। তিনি এতদিন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন কমিটিতে আহাম্মেদ গিয়াস সহ-সাধারণ সম্পাদক, আজহারুল হক আজাদ সাংগঠনিক সম্পাদক, আক্তারুজ্জামান অর্থ সম্পাদক, মানজার চৌধুরী সুইট তথ্য ও গবেষণা সম্পাদক, শিরিন ইসলাম দফতর সম্পাদক, মীর মাসরুর জামান রনি প্রচার সম্পাদক ও ইকবাল খোরশেদ জাফর প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ড. মুহাম্মদ সামাদ, সহ-সভাপতি লিয়াকত আলী লাকী, ঝুনা চৌধুরী, সালাউদ্দিন বাদল, ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মিলন কান্তি দে, মিনু হক, কামাল পাশা চৌধুরী, মীর বরকত, কুমার বিশ্বজিৎ ও মিজানুর রহমান।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন তারিক সুজাত, ড. নিগার চৌধুরী, ড. শাহাদাৎ হোসেন নিপু, রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী লীনা, অভিনেতা ফেরদৌস আহমেদ, ফকির সিরাজ, আরিফ রহমান, বুলবুল ইসলাম, অনন্ত হীরা, এম এ আজাদ, মনজুর আলম সিদ্দিকী, শাজনেওয়াজ, ত্রপা মজুমদার, প্রিয়াংকা গোপ, সঙ্গীতা ইমাম, হাসান আবিদুর রেজা জুয়েল, আহসান হাবিব নাসিম, নাসিরুল হক খোকন, ড. বিশ্বজিৎ রায়, আক্তার-উজ-জামান কিরণ, ফয়জুল্লাহ সাঈদ, ঝর্ণা আলমগীর, আনিসা জামান চাঁপা, ড. সোলায়মান কবির, আহসান উল্লাহ তমাল, লিলি ইসলাম, রোকেয়া প্রাচী, তানভিন সুইটি, তনিমা হামিদ, মাহবুব রিয়াজ, আবুল ফারাহ পলাশ, মাসুদুজ্জামান, শামসুজ্জামান বাবু, অনন্যা লাবনী পুতুল, রওনক হাসান, নবীন কিশোর গৌতম, হানিফ খান, ওয়ার্দা রিহ্যাব, নাঈম হাসান সুজা, এইচ আর অনিক, আশিকুর রহমান বুলু, রেজাউল করিম রেজা, রওশন আরা রুশনী, নাজনিন হাসান চুমকি, বিজন চন্দ মিস্ত্রি, চৈতালী চৈতী, শহীদুল ইসলাম নাজু, তারেক আলী মিলন, শাহীন আহমেদ, অনিকেত রাজেশ, আবিদা রহমান সেতু, ফারজানা মালিক নিম্মি, ফারহিন খান জয়িতা, এনায়েত করিম বাবলু, হৃদি হক, আতিকুর রহমান উজ্জল, এষা ইউসুফ, জি এম মোর্শেদ, নিয়াজ আহমেদ, তৌফিক হাসান ময়না, কাজী মিজানুর রহমান, মীর জাহিদ হাসান, শেখ শাফায়েতুর রহমান, এফ এম শাহীন, কিরীটি রঞ্জন বিশ্বাস, শামিমা তুষ্টি, মনিরুল ইসলাম, শাহ আলম সিকদার জয়, উর্মীলা শ্রাবন্তী কর, এহসানুল আজিজ বাবু, ফয়জুল আলম পাপ্পু ও ঠান্ডু রায়হান।

এছাড়াও নাজমুল হাসান পাখী (চট্টগ্রাম), বিপ্লব প্রসাদ (রংপুর), সুকুমার দাস (খুলনা), আমিনুর রহমান ফরিদ (ঢাকা), কামসুল আলম সেলিম (সিলেট), আজমল হোসেন লাবু (বরিশাল), দিলীপ কুমার ঘোষ (রাজশাহী) গোলাম মোস্তফা (ইংল্যান্ড), আহমেদ হোসেন (কানাডা), মাহতাব সোহেল (যুক্তরাষ্ট্র), শামসুল হুদা সেলিম (কানাডা) ও মিথুন আহমেদ (যুক্তরাষ্ট্র) কমিটিতে দায়িত্ব পেয়েছেন।

এবারের সম্মেলনে ‘অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ’ প্রতিষ্ঠায় সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতে সংস্কৃতির সব শাখার কর্মীদের ঐক্য জোরদার করে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানানো হয়েছে। এই কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন- রামেন্দু মজুমদার, আতাউর রহমান, আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, মফিদুল হক, নাসিরউদ্দিন ইউসুফ, রেজওয়ানা চৌধুরী বন্যা, সারা যাকের ও লায়লা হাসান।

দীর্ঘ ৮ বছর পর সম্মেলন? সম্মেলনের দীর্ঘ বিরতির কারণ হিসেবে গোলাম কুদ্দুছ জানান, প্রতিবার সম্মেলনের সময় হলে নির্বাহী পরিষদকে জানানো হয়েছে। প্রতিবারই জোটের প্রতিনিধিরা কমিটির মেয়াদ বাড়িয়েছেন।

বাংলাদেশ শিল্পকলা একেডেমিতে সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ। আলোচনায় অংশ নেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, মামুনুর রশিদ, মফিদুল হক, নাসির উদ্দিন ইউসুফ, সারা যাকের এবং রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সামাদ ও সদ্য সাবেক সদস্য সচিব মো. আহকাম উল্লাহ্।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ