শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন
Uncategorized

আজ শিরোনামহীনের ২৫ বছর পূর্তিতে কনসার্ট

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

জমজমাট ডেস্ক

তারুণ্যের ব্যান্ড শিরোনামহীন পেরিয়ে এল দীর্ঘ পথ। ১৯৯৬ সালে ঢাকায় যে ব্যান্ডটির যাত্রা শুরু হয়েছিল, তাদের জনপ্রিয়তা আজ পৌঁছে গেছে দেশের প্রতিটি কোণে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিতি পেয়েছে ব্যান্ডটি। গত বছরের ১৪ এপ্রিল শিরোনামহীন পূর্ণ করেছে ২৫ বছর। সিলভার জুবিলি উপলক্ষে বড় আয়োজনের উদ্যোগ হাতে নিয়েছে ব্যান্ডটি। আয়োজন করেছে ‘শিরোনামহীন অ্যানিভার্সারি কনসার্ট উইথ সিম্ফোনি অর্কেস্ট্রা’। আরও আগেই হওয়ার কথা ছিল কনসার্টটি। নানা কারণে পিছিয়ে ৮ সেপ্টেম্বর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হবে এ কনসার্ট। এতে শিরোনামহীনের সঙ্গে অংশ নেবে মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা।

মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা ছাড়াও ওই কনসার্টে শিরোনামহীনকে সঙ্গ দেবেন দেশের বিভিন্ন ব্যান্ডের জনপ্রিয় শিল্পীরা। কেউ গেয়ে, কেউ বাজিয়ে অংশ নেবেন কনসার্টে। থাকবেন দলছুটের বাপ্পা মজুমদার, অর্থহীনের সুমন ও শিশির, মাইলসের সৈয়দ জিয়াউর রহমান তূর্য, জলের গানের রাহুল আনন্দ, আর্টসেলের লিংকন, এভয়েড রাফা ব্যান্ডের রাফা, ওয়ারফেজের পলাশ নূরসহ বাংলা গানের অনেক পরিচিত মুখ।

কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ডমিথ জানিয়েছে, বড় বাজেটের এই কনসার্টে থিম থেকে শুরু করে টেকনিশিয়ান, সাউন্ড, স্টেজ, লাইট-সবই দেশের সর্বোচ্চ মানের। চতুর্থ জেনারেশনের এলইডি ম্যাপিংয়ের কারণে কনসার্টটির ভিজুয়ালাইজেশন হবে ভিন্ন মাত্রায়। তবে শ্রোতাদের সামর্থ্যের বিশেষ বিবেচনায় টিকিটের মূল্য সীমিত রাখা হয়েছে বলে জানিয়েছে ব্র্যান্ডমিথ। রেগুলার টিকিটের মূল্য ৫০০ টাকা আর ভিআইপি টিকিট পাওয়া যাবে ১ হাজার ২০০ টাকায়। ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্টটি।

শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান বলেন, ‘আমাদের দেশে নতুন হলেও গ্লোবাল মিউজিকে এ রকম আয়োজনের উদাহরণ রয়েছে। মেটালিকা, স্করপিয়নসের বিখ্যাত এস অ্যান্ড এম কিংবা বার্লিন ফিলহারমোনিকের মতো কনসার্টের কথা শ্রোতাদের অজানা নয়। তবে নানা কারণে বাংলাদেশে এমন আয়োজন আগে হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ