Connect with us

Jamjamat

আইফোনের জন্য আত্মহত্যা করলেন সঙ্গীতশিল্পী আঁচল সাহা

বিবিধ

আইফোনের জন্য আত্মহত্যা করলেন সঙ্গীতশিল্পী আঁচল সাহা

জমজমাট প্রতিবেদক

রোববার রাতে রাজধানীর ভাটারা থানা এলাকার একটি মহিলা হোস্টেল থেকে আঁচল সাহা নামে এক তরুণ সঙ্গীতশিল্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন আঁচল। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঝিকিড়া গ্রামের দীপক কুমার সাহার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে সোমবার (১৫ আগস্ট) রাতে ভাটারা থানার এসআই রিয়াদ আহমেদ জানান, ঘটনাটি জানার পর রাতে বাসার দরজা ভেঙে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।

পরিবারের বরাতে তিনি বলেন, আঁচল আইফোন ব্যবহার করতেন। সেটি হারিয়ে যাওয়ায় নতুন একটি আইফোনের জন্য মায়ের কাছে বায়না ধরেন। মেয়েটির বাবা নেই। মোবাইল কিনে দিতে একটু সময় চেয়েছিলেন তার মা। এরপরও মোবাইল কিনে দিতে তার মাকে চাপ দিচ্ছিলেন। এ নিয়ে মা-মেয়ের মধ্যে মনোমালিন্য হয়। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন আঁচলের মা নীলা সাহা।

জানা গেছে, একজন ভালো সঙ্গীত ও নৃত্যশিল্পী ছিলেন আঁচল সাহা। পাশাপাশি কবিতাও আবৃত্তি করতেন তিনি। উল্লাপাড়াসহ সিরাজগঞ্জের বিভিন্ন অনুষ্ঠানে আঁচল নাচ ও গান পরিবেশন করতেন। ছোট বেলায় তিনি উল্লাপাড়ার কচিকাঁচার মেলা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য হিসেবে বিভিন্ন স্থানে সঙ্গীত ও নাচ পরিবেশন করে প্রশংসিত হন।

Click to comment

Leave a Reply

More in বিবিধ

To Top