Connect with us

Jamjamat

মিশার মন্তব্যে ক্ষেপে গেলেন অনন্ত জলিল

চলচ্চিত্র

মিশার মন্তব্যে ক্ষেপে গেলেন অনন্ত জলিল

জমজমাট ডেস্ক

বাংলা চলচ্চিত্রের শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগর প্রযোজক ও নায়ক অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ চলচ্চিত্রের জন্য কোন লাভ হবে না বলে মন্তব্য করেন । তার এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন অনন্ত জলিল। প্রতিউত্তরে চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখার কোনো ক্ষমতা মিশা সওদাগরের নেই বলেছেন এই নায়ক।

শনিবার ঢাকায় একটি অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন অনন্ত জলিল। তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়নে মিশা সওদাগর কিছুই করেননি। তার কোনো ক্ষমতাই নেই। সে একজন আর্টিস্ট। বাংলাদেশের চলচ্চিত্র আমি প্রথম ডিজিটালাইজড করেছি। সে বরং চলচ্চিত্র যোদ্ধাদের এফডিসি থেকে বের করে দিয়েছে।

তিনি বলেন, মিশাকে দিয়ে সিনেমার উন্নতি কোনোভাবে সম্ভব না। উনি কোনো ক্রিয়েটিভ ব্যক্তিও না।

এর আগে ‘দিন: দ্য ডে’ সিনেমা নিয়ে মিশা সওদাগর বলেন, এই সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির কোনো লাভ নেই। ১২০ কোটি টাকার সিনেমা আমাদের এখানে বানানো সম্ভব নয়। এত টাকার সিনেমা চলবে কোথায়, টাকাটা উঠবে কীভাবে? কাজেই এটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। এ ছাড়া এই সিনেমায় প্রফেশনাল কোনো শিল্পী নেই। উনারা সাধারণত সৌখিন শিল্পী। এ সিনেমা দিয়ে আমার ইন্ডাস্ট্রির বিন্দুমাত্র লাভ নেই।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top