Connect with us

Jamjamat

সেন্সর ছাড়পত্র পেল রায়হান রাফি’র ‘দামাল’

চলচ্চিত্র

সেন্সর ছাড়পত্র পেল রায়হান রাফি’র ‘দামাল’

জমজমাট প্রতিবেদক

মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘দামাল’। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফি। সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে। প্রদর্শন শেষে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে ‘দামাল’ সিনেমা।

সেন্সর সচিব মমিনুল হক খবরটি নিশ্চিত করে জানান, সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। প্রদর্শন শেষে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট দেওয়া হয়েছে সিনেমাটিকে। যা আগামী দু একদিনের মধ্যে আনকাট সার্টিফিকেট প্রদান করা হবে।

চ্যানেল আই সূত্রে জানা গেছে আগামী ডিসেম্বর মাসে মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে ‘দামাল’ সিনেমাটি।

ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন মিম, শরীফুল রাজ, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top