Connect with us

Jamjamat

বিরল রেকর্ড গড়লেন মিথিলা

চলচ্চিত্র

বিরল রেকর্ড গড়লেন মিথিলা

জমজমাট ডেস্ক

দেশীয় ড্রয়িং রুম মিডিয়ার জনপ্রিয় তারকা মডেল ও নাট্যাভিনেত্রী মিথিলা অবশেষে চিত্রনায়িকা হিসেবে অভিষিক্ত হলেন। ১৭ জুন প্রথমবারের মতো নায়িকা হয়ে বড় পর্দায় হাজির হলেন তিনি। চলচ্চিত্রে অভিষেক ঘটেছে তার বিরল এক রেকর্ড গড়ার মাধ্যমে। আর এটি হলো – একই দিনে ঢাকা এবং ভারতের কলকাতার বাংলা চলচ্চিত্র জগতে মিথিলার অভিষেক ঘটোলো ভিন দেশী ভিন্ন দুটি বাংলা চলচ্চিত্র দিয়ে।

১৭ জুন বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেলো তার অভিনীত ‘অমানুষ’ আর কলকাতায় সিনেমা হলে ‘আয় খুকু আয়’ ছবি দুটি। ইতিপূর্বে এই তথ্যটি নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। এর সঙ্গে তিনি এটাও বলেছেন, বিষয়টি নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। অপেক্ষায় আছি, দুই বাংলার দর্শক কীভাবে তাকে গ্রহণ করেন – সেটা দেখার জন্যে।

কলকাতায় মুক্তি পাওয়া মিথিলা অভিনীত ‘আয় খুকু আয়’ ছবিতে মিথিলার সহশিল্পী প্রসেনজিৎ চ্যাটার্জী। প্রসেনজিতের স্ত্রীর চরিত্রে দেখা দিয়েছেন মিথিলা। জুলাই মাসে সেখানে নীতিশাস্ত্র নামে তার অভিনীত আরেকটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top