Connect with us

Jamjamat

চমকতারা’র পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “নিঃসঙ্গ বাবা”

ইউটিউব

চমকতারা’র পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “নিঃসঙ্গ বাবা”

জমজমাট ডেস্ক

আসন্ন বাবা দিবসকে সামনে রেখে নির্মিত হলো স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র জনসচেতনতা মূলক ‘নিঃসঙ্গ বাবা’। এটি রচনা ও মূল ভূমিকায় অভিনয় করেছেন, সাংবাদিক ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও। আর এটি পরিচালনা করেছেন অভিনয় শিল্পী চমকতারা নিজেই। চমকতারা তার নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেল ” চমকতারা”য় বাবা দিবস ২০২২ এটি মুক্তি দিবেন বলে জানা গেছে।

অভিনেত্রী ও পরিচালক চমকতারা বলেন, রোমিও ভাই ভালো অভিনয় করেন। উনি যেই ভূমিকাতেই অভিনয় করুন না কেনো চরিত্র টি ফুটিয়ে তুলতে চেষ্টা করেন। এর আগেও তিনি আমার বাবা,শশুর এমন কি খল চরিত্রে ও অভিনয় করেছেন। আশা করি এবারের চরিত্রটিও দর্শকদের ভালো লাগবে।

অপর দিকে রোমিও বলেন, চমকতারা একজন ভালো অভিনেত্রী। এর আগে তার সাথে আমার অনেক কাজ হয়েছে। মাঝে চার বছর নানান কারনে এক সাথে কাজ করা হেয়ে উঠেনি। আশা করি এখন থেকে দর্শকরা আবারো এক সাথে অভিনয় করতে দেখতে পারবেন।

Click to comment

Leave a Reply

More in ইউটিউব

To Top