ইউটিউব
দীর্ঘ চার বছর পরে এক সাথে রোমিও-চমকতারা
Published on
সাংবাদিক, অভিনেতা আহমেদ সাব্বির রোমিও এবং চিত্রনায়িকা চমকতারাকে আবারো এক সাথে দেখা যাবে। চমকতারার নিজস্ব ইউটিউব চ্যানেল ” চমকতারা “র একটি জনসচেতনতা মূলক ওভিসিতে। এবার চমকতারার পরিচালনায় নির্মিত এই ওভিসিতে চমকতারার সহ শিল্পী হিসেবে ক্যামেরার সামনে উপস্থিত হবেন রোমিও।
রোমিও জানান, এর আগে তারা এক সাথে অনেক কাজ করছেন। দুইজনের এক সাথে সর্ব শেষ কাজ ছিলো চার বছর আগে এস এম দুলালের পরিচালনায় বৈশাখী টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘নয় ছয়’।
সামনে তাদের দুজনের আবারো এক সাথে ওটিটি প্লাটফরম ছাড়াও বেশ কিছু নাটক, শর্ট ফিল্ম, মিউজিক্যাল ফিল্মে এখন থেকে নিয়মিত এক সাথে কাজ করতে দেখা যাবে।
Continue Reading
Related Topics:আহমেদ সাব্বির রোমিও, ইউটিউব, ওভিসি, চমকতারা

Click to comment