বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন
Uncategorized

আবারও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় নিলয়-অহনা’র ‘তাফালিং’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২৫ মে, ২০২২

বর্তমান সময় টেলিভিশন ও ইউটিউবের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমীর। একের পর এক হিট নাটক দর্শদের উপহার দিয়ে যাচ্ছেন তিনি। লেজার ভিশনের প্রযোজনায় ‘বেশরম’’ নাটকের ব্যাপক জনপ্রিয় হওয়ার পরে আবার নিলয়ের নতুন নাটক প্রকাশ করেছেন লেজার ভিশন। তাফালিং শিরোনামে নাটকটি পরিচালনা করেছেন এইসময়ের আলোচিত নির্মাতা জিয়াউদ্দিন আলম। তাফালিং নাটকটি লিখেছেন ফেরারী ফরহাদ। তাফালিং নাটকের মধ্য দিয়ে অনেক দিন পরে নাটকের অভিনয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান ।

পুরানো ঢাকার ভাষায় নির্মিত রোমান্টিক, কমেডি, পারিবারিক গল্পের আবহে নাটকটি নির্মিত হয়েছে। ২২ মে বিকাল ৪টায় নাটকটি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এতে আরও অভিনয় করেছেন রত্বা খান, এইচ কে স্বাধীন, আনোয়া হোসাইন, ইমরান হোসেন আজান, এমরান হাসো, প্রমুখ। নাটকটির আবহ সঙ্গীত করেছেন এসকে অন্য। সম্পাদনা করেছন আকাশ সরকার, কালার করেছেন টিডি দিপক, সাউন্ড ডিজাইন করেছেন রুবেল । লেজার ভিশনের ওয়ান মিলিয় সাবস্ক্রাইবার উপলক্ষে নতুন নাটক তাফালিং প্রকাশ করেছেন ।

কাহিনীতে দেখা যাবে মিন্টু ওরফে মিন্টা উত্তেজিত মস্তিষ্কে স্কুটি চালিয়ে মনার কাছে যাচ্ছে। “মনা যা করেছে তাতে, তাকে খুন না করলেও কয়েকটা ছোটখাটো কোপ দেওয়াই যায়। রাগের মাথায় অপমান জনক পরিস্থিতিতে কোপ দিয়া দিছি। ভুল হইছে, মাফ দেন। এই সব বলে অবশ্যই সামাল দেয়া যাবে।

মিন্টু ওরফে মিন্টার আগে মিন্টু ফেইসবুকে তার একটা ছবি পেয়েছে। ছবিতে সে কানে ধরে মিনতি করছে। আর ক্যাপশনে লিখা “জামাই ভুল করলে এভাবেই মাফ চায়। ভাল্লাগছে ব্যাপারটা” বন্ধু মহলে এবং চেনা-জানাদের মধ্যে হাসাহাসি শুরু হয়ে গেছে। পোষ্ট করেছে “মনা”। তার বউ। শুধু পোষ্ট করেই ক্ষ্যান্ত হয়নি, মিন্টু-কে ট্যাগও করেছে।

মিন্টু বাসায় গিয়ে শুরু করে তুলকালাম কান্ড। মনা খুব ঠান্ডা মাথায় বলে- “বলে ছিলাম না বাসায় থাকতে। কাজ আছে। গুরুত্বই দিলানা কথাটার। ১২ ঘন্টা পরে দু’জনের গুলুগুলু টাইপ ছবি দিয়ে ওটা ডিলিট করে দেবো। এবার ১২ ঘন্টা ঘরেই বসে থাকো। মিন্টু রাগ, ক্ষোভ নিয়ে একসময় বাধ্য হয়ে অসহায় এর মতো অপেক্ষা করতে থাকে । এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ