দেশীয় টেলিভিশনের দর্শকজনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা শুটিংয়ে আহত হয়েছেন। আপাতত বাসায় বিশ্রামে আছেন তিনি।

রোববার (১৫ মে) সন্ধ‌্যার পর অভিনেত্রী তানজিন তিশা রাজধানীর অদূরে বিরুলিয়ার এক রিসোর্টে ফাইটিং দৃশ্যের শুটিং চলাকালে ডান হাতে মারাত্মক আঘাত পেয়েছেন।

অভিনেত্রী তান‌জিন তিশা ব‌লেন, ‘বিকেল থেকে শুটিং করছিলাম। ‌কিন্তু সন্ধ্যার পর ফাইটিং দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক আঘাত পাই। পুরো হাত ফুলে গেছে, নাড়াতে পারছি না।’

আগা না‌হিয়ানের পরিচালনায় একটি মুঠোফোন কোম্পা‌নির বিজ্ঞাপনের শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সঙ্গী হয়েছেন জাতীয় দ‌লের ক্রিকেটার তাসকিন আহমেদ।

Leave a Reply