বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
Uncategorized

‘ক্রিমসন কাপ’-এ নূসরাত ফারিয়ার মুগ্ধতা

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ১১ মে, ২০২২

বিশ্ববিখ্যাত আমেরিকান চেইনশপ ‘ক্রিমসন কাপ’র বিভিন্ন শাখা রয়েছে রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, মিরপুর, বসুন্ধরা আবাসিক এলাকা এবং সর্বশেষ গেলো ঈদে রাজধানীর খিলগাঁওতে ‘ক্রিমসন কাপ’র নতুন শাখা’র উদ্বোধন করা হয়েছে। এটি বাংলাদেশে পরিচালনা করছেন উপল।

এই প্রজন্মের জনপ্রিয় নায়িকা নূসরাত ফারিয়া দ্বিতীয়ভারের মতো ক্রিমসন কাপ’র নতুন শাখার উদ্বোধন করেন। মূলত উপলের আহবানেই তিনি ‘ক্রিমসন কাপ’র নতুন শাখার উদ্বোধনে অংশগ্রহন করেন। নূসরাত ফারিয়ার প্রিয় কফিশপ ‘ক্রিমসন কাপ’। সেখানকার ক্রিমসন কাপ মকা, হেজেলনাট লাতে, যতোধরনের পেস্ট্রি আছে, স্যাডইউইচ নূসরাত ফারিয়ার ভীষণ প্রিয়। তাই তার পরিবচারের সঙ্গে কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কিংবা তার জরুরী কোন মিটিয়েংর কাজ তিনি ‘ক্রিমসন কাপ’-এই করে থাকেন। নিজের প্রিয় কফিশপে’র নতুন শাখার উদ্বোধনে উপলের আহ¦ানে তাই বেশ ভালোলাগা নিয়েই অংশগ্রহন করেছেন নূসরাত ফারিয়া।

নূসরাত ফারিয়া বলেন, ঈদের আগেই ক্রিমসন কাপের নতুন শাখার উদ্বোধনীতে অংশ নিয়েছিলাম। যে কারণে আমার কাছে এবারের ঈদটা যেন একটু বেশিই ভালো ছিলো। কারণ আমার কাছে মনে হয়েছে ক্রিমসন কাপ’র পরিবারের সাথে যুক্ত হতে পেরে আমার নিজেরই ভালোলেগেছে। আমার সৌভাগ্য যে আমি বারবার ক্রিমসন কাপের এমন উদ্বোধনীতে আসতে পারি, আমাকে নিমন্ত্রন জানানো হয়। বিশেষ ধন্যবাদ প্রিয় উপল ভাইকে। আমি যখনই সময় পাই পরিবার, বন্ধু বান্ধবদের নিয়ে ক্রিমসন কাপ-এ চলে আসি। আবার কোন মিটিং থাকলে আমি এখানেই আসতে স্বাচ্ছন্দ্যবোধ করি। বলা যায় ক্রিমসন কাপ যেন আমার নিজের সবচেয়ে পছন্দেরই একটি জায়গা, যেখানে আসলে ভীষণ আপন মনে হয় পরিবেশটাকে।

উপল বলেন,‘ নূসরাত ফারিয়াকে ধন্যবাদ ক্রিমসন কাপ পরিবারের সাথে থাকার জন্য, সময় দেবার জন্য। ক্রিমসন কাপ শুধু নূসরাত ফারিয়ারই প্রিয় নয় তার প্রজন্মের সবার কাছেই আরো অধিক প্রিয় হয়ে উঠুক এটাই আমার স্বপ্ন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ