চলচ্চিত্র
অপু বিশ্বাস মাকে অনেক মিস করছেন
আজ বিশ্ব মা দিবস। মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা দিবস’ হিসেবে পালন করা হয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালন করা হয় মা দিবস। পিছিয়ে নেই শোবিজ তারকারাও।
‘‘মায়ের মতো আপন কেহ নাই রে’,’মায়ের মতো আপন কেহ নাই’, ‘মা জননী নাইরে যাহার’, ‘ত্রিভুবনে তাহার কেহই নাইরে…’- গানের কথাগুলো তারাই অনুধাবন করতে পারেন যার মা নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রায় দুই বছর আগে মাকে হারান। জীবনের প্রতিটি পদক্ষেপে মাকে মিস করেন এই নায়িকা।
আজ মা দিবসে অপু বিশ্বাস তাঁর মায়ের সাথে ছবি পোস্ট করে ফেসবুকে লিখেন, আজ বিশ্ব মা দিবস। বিশ্ব মা দিবসে, বিশ্বের সকল মায়ের প্রতি রইলো গভীর শ্রদ্ধা সম্মন আর ভালোবাসা। মিসিং ব্যাডলি মা তুমি।
অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে। অপু সবার ছোট। এই অভিনেত্রীর সঙ্গে থাকতেন তার মা। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
