আজ শুক্রবার (১৫ এপ্রিল) ছোট পর্দার দর্শক জনিপ্রয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব’র বাবা মারা গেছেন। উত্তরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তার বাবা। তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।
রোজার ঈদের জন্য নির্মিতব্য ‘আপনজন’ নাটকের শ্যুটিংয়ে রওয়ানা হয়েছিলেন অপূর্ব। পথিমধ্যে বাবার মৃত্যুর খবর পান তিনি।
তিনি বলেন, ‘সকাল থেকে শ্যুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। পথে বাবার মৃত্যু সংবাদ পাই।
অপূর্ব’র বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন তার সহকর্মীরা। ইতোমধ্যে সান্ত্বনা জানাতে তার বাসার দিকে রওয়ানা হয়েছেন অনেকে।
এর আগে, ২০১৯ সালে অপূর্ব’র ছোট ভাই জাহেদুল ফারুক দীপু আত্মহত্যা করেছিলেন। রাজধানীর শেখেরটেক এলাকার ৬ নম্বর সড়কের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় দীপুর লাশ উদ্ধার করেছিল আদাবর থানা পুলিশ।
উল্লেখ্য, অপূর্বর জন্ম ঢাকায়। তার মা ফিরোজা আহমেদ রাজশাহী বেতারের একজন শিল্পী ছিলেন। ছোট বেলা থেকেই শোবিজ জগতের প্রতি আগ্রহী হন অপূর্ব। সেই সুবাদে ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ নামের একটি আয়োজনে ‘মিস্টার বাংলাদেশ’ খ্যাতি পেয়ে শোবিজে পথচলা শুরু করেন তিনি। অনেক বছর ধরেই জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করে যাচ্ছেন এই তারকা।