দক্ষিণবঙ্গের বরিশালে উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ আউটলেট। এটি উদ্বোধন হচ্ছে ৮ এপ্রিল শুক্রবার। বিশ্বরঙের কর্ণধার প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ও গায়ক বিপ্লব সাহা জানিয়েছেন বরিশালের এই আউটলেট উদ্বোধনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে মোট ১৯ টি শাখা হলো। ঢাকা বাদে বিশ্বরঙ এর শাখা রয়েছে রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা, চিটাগাং, সিলেট ও সুনামগঞ্জ। এদের সঙ্গে ৮ এপ্রিল যুক্ত হচ্ছে বরিশাল।

বিপ্লব সাহা জানান, উত্তর বগুড়া রোড, নতুন বাজার এর ৯৬৮ নম্বর বিশ্বরঙ বরিশাল শাখা উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী, চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়ক ইমন ও নিরব। শুভ উদ্বোধন উপলক্ষে ফ্যাশন শো ছাড়াও বিভিন্ন প্রোগ্রাম থাকবে।

বিপ্লব সাহা আরও জানান, বরিশালবাসীর দীর্ঘদিনের দাবি ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে সেখানে আউটলেট প্রতিষ্ঠার মাধ্যমে। উদ্বোধনী দিনে বরিশাল শাখায় বিশ্বরঙয়ের সকল পণ্যে থাকছে ১০% ছাড়।

Leave a Reply