বিবিধ
বৃষ্টির পর কনসার্টের মঞ্চ মাতালেন মমতাজ
রাজধানীর মিরপুরে বৃষ্টির বাগড়া থমকে যাই ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিকূল আবহাওয়ার কারণে থেমে যায় এ কনসার্ট। বৃষ্টির পর আবার কনসার্টের মঞ্চে ওঠেন মমতাজ।
প্রথম বিকেলে কনসার্ট শুরু হলে জনপ্রিয় ব্যান্ড মাইলস ও মমতাজ পারফর্ম করেন। মাগরিবের নামাজের বিরতির পরই এ আর রহমানের স্টেজে ওঠার কথা ছিল।
এর আগে বৃষ্টি শুরু হলে মাঠে থাকা দর্শকরা চরম ভোগান্তিতে পড়েন। বিভিন্নভাবে তারা বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেন। কেউ কেউ চেয়ার উল্টো করে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেন। কেউবা ব্যাগ, কেউবা ককশিটের বক্স মাথায় দিয়ে বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করেন।
বৃষ্টি থেমে যাওয়ায় গোল্ড আর প্লাটিনামের দর্শকরা মাঠে ঢুকছেন। তবে ফোমের চেয়ার হওয়াতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে দর্শকদের। গোল্ড ক্যাটাগরির চেয়ার বৃষ্টিতে ভিজে গেছে। মাঠের বিভিন্ন প্রান্তে পানি জমেছে। আয়োজকরা মঞ্চ গোছানোর কাজ চালিয়ে ছিলেন।
