শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন
Uncategorized

২৬ মার্চ থেকে এইচডি সম্প্রচারে যাচ্ছে বৈশাখী টেলিভিশন

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

এইচডি সম্প্রচারে যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বৈশাখী টেলিভিশন । স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ সকাল ১১.০০টায় বৈশাখী টেলিভিশন ভবনে এইচডি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আপীল বিভাগের প্রাক্তন বিচারপতি একেএম শামসুদ্দিন চৌধুরী মানিক।
বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, এ এক আনন্দঘন মুহূর্ত। প্রতিষ্ঠার ১৭ বছরে আধুনিক তথ্যপ্রযুক্তির সাথে তাল মিলিয়ে বৈশাখী টেলিভিশন ২৬ মার্চ থেকে এইচডি সম্প্রচারে যাচ্ছে জেনে খুব ভালো লাগছে। বিগত দিনে দেশের আপামর মানুষের ভালোবাসা যেমন ছিল, আগামীতেও তাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। কারণ, সম্পূর্ণ এইচডি ফরম্যাটে বৈশাখীর পর্দা হবে আগের চেয়ে আরো বেশি পরিছন্ন, ঝকঝকে। যা দর্শকদের কাছে ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।

এইচডি ফরমেট নিয়ে বলতে গিয়ে হেড অব ব্রডকাস্ট মোস্তাফিজুর রহমান পলাশ বলেন,
(Satellite: Bangabandhu Satellite-1 (BS1), Orbital position: 119.1 deg East, Azimuth: 126 deg, Elevation: 47 deg, C Band, Downlink Frequency: 4.720 GHz, Polarization: H, Modulation: 8PSK, FEC: 2/3, Symbol Rate: 30.000MSymbol/sec) অপরিবর্তিত রেখে HD সম্প্রচার করা হয়েছে। যার ফলে সম্প্রচারের ক্ষেত্রে কেবল অপারেটরদের কোনো সমস্যা হবে না।
আগে SD ফরম্যাটে স্ক্রীন রেজুলেশন ছিল ( 720X576) কিন্তু বর্তমানে এটি HD (1920X1080) প্রচারিত হবার কারণে ছবি আগের তুলনায় অনেক বেশি ঝকঝকে হবে। সেক্ষেত্রে দর্শকদের এইচডি মানের ভিডিও উপভোগ করতে সেট টপ বক্স প্রয়োজন হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ