তাজা খবর
‘আইকনিক স্টার অ্যাওয়ার্ডস’ পেলেন কোরিওগ্রাফার গৌতম সাহা
অভিনেতা ও কোরিওগ্রাফার গৌতম সাহা। ফ্যাশন কোরিওগ্রাফির পাশাপাশি নাটক, সিনেমায় সমানতালে কাজ করছেন। দেশের পাশাপাশি ওপার বাংলায় বেশকিছু কাজ করেছেন। এবার কাজের স্বীকৃতি হিসেবে তিনি এবার ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ডস’ পেলেন।
গতকাল ৭ মার্চ সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর আইসিসিবিতে অনুষ্ঠিত হয় ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ডস’। এই অ্যাওয়ার্ড আয়োজনটিতে এবার পুরস্কার দেওয়া হচ্ছে চলচ্চিত্র, টিভি, মিউজিক, ড্যান্স ও সমাজের আইকনিক কিছু ব্যক্তিকে।
গৌতম ছাড়াও শোবিজের অনেকেই এই পুরস্কার পান। এই তালিকায় রয়েছে-অপু বিশ্বাস, সিয়াম, বিদ্যা সিনহা মিম, বাপ্পী চৌধুরী, নিরব, দীঘি, জয় চৌধুরী, চয়নিকা চৌধুরী, দেবাশীষ বিশ্বাস, আফরান নিশো, জিয়াউল হক পলাশ, মেহজাবীন, কেয়া পায়েল, তপু খান, পিন্টু ঘোষ, কোনাল, সোহাগ, নাদিয়া গৌতম সাহা প্রমুখ। এ ছাড়া সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য আইকনিক দুজনকে সম্মানিত করা হয়।
এদিন এই অনুষ্ঠানে ছিলো দেশের টপ মডেল ফ্যাশন শো, সেলিব্রেটি ডান্স ও পিন্টু ঘোষের কনসার্টের মনোমুগ্ধকর পরিবেশনা।
