বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন
Uncategorized

দর্শক খড়ায় ভুগছে পরী’র ‘মুখোশ’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২

সদ্য মুক্তি পাওয়া ‘মুখোশ’ সিনেমাটি নিয়ে নেট মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। কেউ বলছেন, সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করছে না। আবার কারও ধারণা, নির্ধারিত গন্তব্যের দিকেই এগোচ্ছে সিনেমার ভবিষ্যৎ। এ নিয়ে কথা-কাটাকাটিও হচ্ছে ঢের।

প্রথম সপ্তাহে দেশের ৩৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তারকাসমৃদ্ধ সিনেমাটি। ঢাকায় স্টার সিনেপ্লেক্সের ৪টি শাখাতেই প্রদর্শিত হচ্ছে ‘মুখোশ’। প্রতিষ্ঠানটির মিডিয়া ইনচার্জ মেজবাহউদ্দিন আহমেদ জানালেন, সিনেপ্লেক্সের শাখাগুলোতে দর্শকের উপস্থিতি ছিল গড়পড়তা।

মেজবাহউদ্দিন বলেন, ‘মুক্তির প্রথম দিন ছবিটি দেখতে দর্শকের ভিড় ছিল। কিন্তু শনি-রোববার সেই তুলনায় দর্শক কিছুটা কমেছে। আমি বলছি না খারাপ গেছে। অ্যাভারেজ ছিল দর্শক সংখ্যা। খুব বেশি ভালো বলা যাবে না। আবার খারাপও বলা যাবে না। দর্শক পুরো সিনেমাটি দেখছেন। এমন না যে, বিরতির সময় বেরিয়ে আসছেন। এটা পজিটিভ দিক।’

মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখারউদ্দিন নওশাদ বলেন, “অন্যান্য সিনেমার তুলনায় ‘মুখোশ’ ভালো চলছে। এর আগে মুক্তি পাওয়া সিনেমাগুলোর দর্শক খরায় নাইট শো বন্ধ করে দিতে হয়েছে। এই সিনেমার ক্ষেত্রে সেটি হয়নি। এটা ভালো দিক।

প্রত্যাশা অনুযায়ী দর্শক উপস্থিতি নেই বলে জানিয়েছেন শ্যামলী সিনেপ্লেক্সের হাউজ ম্যানেজার আহসানউল্ল্যাহ। তার কথায়, “অসাধারণ একটি গল্পের সিনেমা ‘মুখোশ’। এর কাস্টিং থেকে শুরু করে মেকিং— সবকিছু দারুণ। তবুও সেভাবে দর্শক আসছেন না। এত সুন্দর একটি ছবি দেখতে সেভাবে দর্শক না আসা হতাশার।”

আসহানউল্ল্যাহ মনে করেন, অর্থনৈতিক অবস্থা ভালো না থাকার কারণে সিনেমা হলে আসছেন না দর্শক। তিনি বলেন, ‘সিনেমা হলে মানুষ না আসার পেছনে অর্থনৈতিক কারণ জড়িত। করোনা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মানুষ উদ্বিগ্ন পরিস্থিতির মধ্যে দিনযাপন করছেন। তবে সামনে হয়ত দর্শক বাড়বে।’

সেনা অডিটরিয়াম সাভার ক্যান্টনমেন্টের ম্যানেজার জাহাঙ্গীর বলেন, ‘আমাদের সিনেমা হলে দর্শক নেই বললেই চলে। প্রথম দিন থেকেই দর্শক নেই। আজ দুপুর ১২টার শো-তে মাত্র ৫টি টিকিট বিক্রি করেছি। আসলে সিনেমাটি নাটকের মতো। সিনেমাটিক ফ্লেভার নেই। তাই চলছে না। তাছাড়া শুধু এই সিনেমা নয়, অনেক দিন ধরেই সিনেমার দর্শক নেই। করোনা দর্শক কমিয়ে দিয়েছে। আশা করেছিলাম, এই ছবির মাধ্যমে দর্শক সিনেমা হলে ফিরবে। আসলে সেটা হলে না।’

খুলনার শঙ্খ সিনেমা হল ও লিবার্টি সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘মুখোশ’ সিনেমাটি। সিনেমা হল দুটির ম্যানেজারও শোনালেন হতাশার কথা।

শঙ্খ সিনেমা হলের ম্যানেজার রেজাউল করিম বলেন, ‘শুরু থেকেই দর্শক উপস্থিতি নেই। কারেন্ট বিল উঠছে না। এমন পরিস্থিতিতে সিনেমাটি নামিয়ে দেওয়ার কথা ভাবছি। যদিও এমনটা এখনই চাইছি না।’

লিবার্টি সিনেপ্লেক্সের সহকারী ব্যবস্থাপক মোশাররফ হোসেন বলেন, ‘এটি স্ট্যান্ডার্ড সিনেমা। এ ধরনের সিনেমার দর্শক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিনেমাটি দেখতে আসেননি। কেন আসেননি, বুঝতে পারছি না। অথচ খুলনা বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, হাজী মহসিন কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পোস্টারিং করেছি। কিন্তু তারা কেউ আসেননি। সাধারণত যে ধরনের দর্শক সিনেমা দেখেন তারাই দেখছেন। নতুন দর্শক নেই।’

‘মুখোশ’ দেখতে দর্শক না আসার পেছনে ধারাবাহিকভাবে সিনেমা মুক্তি না পাওয়াকে দুষলেন যশোর মণিহার সিনেমা হলের কর্ণধার জিয়াউল ইসলাম মিঠু। তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে আমাদের ভালো প্রত্যাশা ছিল। কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি। এক হাজার চার শ আসনসংখ্যার সিনেমা হলে যদি অ্যাভারেজে ৬০-৭০ জন দর্শক আসেন, তাহলে কেমন ব্যবসা হচ্ছে বুঝতে পারছেন।’

মিঠু আরও বলেন, ‘আসলে এই সিনেমাটির দোষ না। নিয়মিত সিনেমা মুক্তি না পাওয়ার কারণে দর্শক সিনেমা হলের পথ ভুলে গেছেন। যদি প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে সিনেমা মুক্তি পেত, তাহলে সিনেমা দেখার চর্চা তৈরি হত। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, সামনে দর্শক সিনেমা হলে আসতে শুরু করবেন বলে মনে করি।

মাদারীপুরের মিলন সিনেমা হলের ম্যানেজার কামরুল হাসান সোবাহান বলেন, ‘চারদিন হলো সিনেমাটি মুক্তি পেয়েছে। এটি খুব ভালো মানের সিনেমা। আমাদের এখানে তিনটি শো চলে। আশা করেছিলাম, সিনেমাটি খুব ভালো চলবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সব শো চালানো যাচ্ছে না। কোনো কোনো শোতে ৩-৪ জন নিয়ে সিনেমা চালাতে হচ্ছে।’

এদিকে ‘মুখোশ’-এর সেল রিপোর্ট জানতে যোগাযোগ করা হয় পরিবেশক টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভির সঙ্গে। তিনি বলেন, ‘ছবির সেল রিপোর্ট আর অডিয়েন্স রিপোর্ট সম্পূর্ণ আলাদা। সুতরাং ওই হিসাবে যেতে চাইছি না। এতটুকু বলব, ছবির প্রতি দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। সিনেমা হলে মানুষ যাচ্ছেন। তবে সিনেমাটি হিট কিংবা সুপারহিট হবে না। সম্মানজনক একটা জায়গায় থাকবে।’

তিনি আরও বলেন, ‘এখন সিনেমা দেখার সবথেকে বড় মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম। আমরা চেষ্টা করছি ওই মাধ্যমে সিনেমাটি মুক্তি দিতে। কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথাবার্তা চলছে। আশা করি এ মাসেই চূড়ান্ত হয়ে যাবে।’

থ্রিলারধর্মী ‘মুখোশ’ সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইফতেখার শুভ। নিজের লেখা ‘পেইজ নাম্বার-৪৪’ থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছেন সিনেমাটি। ২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদান নির্মিত সিনেমাটি পরিচালনার পাশাপাশি সহ প্রযোজকও তিনি।

রহস্যময় থ্রিলার লেখক ইব্রাহীম খালেদী এই ছবির কেন্দ্রীয় চরিত্র। তার লেখা ‘মুখোশ’ বইটি নিয়ে বিস্তৃত হয় রহস্যের জাল। সেই জাল ছিঁড়তে ছদ্মবেশে নেমে পড়েন ক্রাইম রিপোর্টার সোহানা।

মোশাররফ করিম অভিনয় করেছেন ইব্রাহিম খালেদী চরিত্রে। আর পরীমণির চরিত্রের নাম সোহানা। এছাড়া এই ছবিতে অভিনয় করেছেন রোশান, ইরেশ জাকের, আজাদ আবুল কালামসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ