Connect with us

Jamjamat

১৮ সংগঠনের সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নই : পরিচালক সমিতির মহাসচিব

চলচ্চিত্র

১৮ সংগঠনের সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নই : পরিচালক সমিতির মহাসচিব

এবার ‘জায়েদ খান’ ইস্যুতে চলচ্চিত্র পরিবারের বৈঠকে আমন্ত্রণ পায়নি ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’। অপরদিকে শনিবার (৫ মার্চ) দুপুরে পরিবারের পক্ষ থেকে ডাকা বৈঠকে এ সময় আমন্ত্রিত ছিলেন প্রদর্শক সমিতির নেতারা।

এদিকে, উক্ত সভায় চিত্রনায়ক জায়েদ খানকে বয়কট করল চলচ্চিত্রের ১৮ সংগঠন। চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

এমন সিদ্ধান্তের কথায় অবাক হয়েছেন পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। তিনি বলেন, বৈঠক হবে সেটা জানি কিন্তু জায়েদ খানকে ইস্যু করে শিল্পী সমিতিকে ডাকা হবে না, এটা দুর্ভাগগ্যজনক। তাদের এমন সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নই।

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, নৃত্য পরিচালক সমিতি, চিত্রগ্রাহক সমিতি, ফাইট ডিরেক্টরদের সমিতি, সহকারী পরিচালকদের সমিতি, মেকআপম্যানদের সমিতি, প্রোডাকশন ম্যানেজার সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট মোট ১৮টি সংগঠন নিয়ে এই পরিবার।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top