সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হলো একক নাটক ‘অমানুষ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রফিকুল ইসলাম। নাটকটি প্রচার হবে ভালোবাসা দিবসে একটি বেসরকারী টিভিতে। এতে অভিনয় করেছেন – আকাশ রঞ্জন, জারামনি, সাহেলা প্রমুখ।
গল্পে দেখা যাবে- মানুষ বাবা-মার থেকে প্রেমিকা ও বউকে বেশি ভালোবাসে। বিপদে পড়লে পাশে এসে দাড়ায় সেই বাবা ও মা। চিরাচরিত এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অমানুষ’।
অভিনেতা আকাশ রঞ্জন বলেন, গল্পটি মানুষের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে।অসাধারণ গল্পের প্লট যা দেখলে মানুষের চোখের জল চলে আসবে। আমার বিপরীতে জারামনি অভিনয় করেছে। দুজনের রসায়নটা ভালো ছিলো আশা করছি দর্শকের ভালো লাগবে।