আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে বাংলাদেশে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। তার একদিন পরই ১২ ফেব্রুয়ারি উৎসব কুরিয়ার প্রেজেন্টস ইউইয়র্কের বোম্বে থিয়েটারে স্থানীয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ প্রিমিয়ার হতে যাচ্ছে।
দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ঢালিউড কুইন’খ্যাত অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পী চৌধুরী জুটির এ চলচ্চিত্রটি করোনার কারণে দীর্ঘদিন পর মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমার মুক্তি উপলক্ষ্যে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, আমাদের প্রতিটি চলচ্চিত্রই আমরা বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও রিলিজ করে থাকি। এই সিনেমাটিও আমরা প্রথমে আমেরিকায় প্রিমিয়ার করতে যাচ্ছি। তারপর পর্যায়ক্রমে আমরা বিশ্বের বিভিন্ন দেশে শো করব। আশা করছি, দর্শকরা ভালো উপভোগ করবেন।
তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।
এতে গান গেয়েছেন কণ্ঠশিল্পী কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসঙ্গীত করেছেন ইমন সাহা।