ভারতের মর্যাদাপূর্ণ নেক্সজিএন আন্তর্জাতিক শর্টফিল্ম ফেস্টিভ্যালে লেখক, সাংবাদিক ও নাট্যকার সৈয়দ ইকবাল তার লেখা ‘আমার বাবা’ নাটকের জন্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে সেরা লেখক নির্বাচিত হয়েছেন।

নেক্সজিএন এর প্রতিষ্ঠাতা সুরাজ সালুখিঁ এবং লাভিনা সিং স্বাক্ষরিত প্রত্যায়নপত্রে ‘এক্সিলেন্স এন্ড এপ্রিসিয়েশন এওয়ার্ডের প্রত্যায়নপত্রে বলা হয়, ‘‘আমার বাবা’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য সৈয়দ ইকবাল শ্রেষ্ঠ লেখক হিসেবে পুরস্কৃত হলেন।’

‘আমার বাবা’ স্বল্পদৈর্ঘ্যটিতে আরো তিনজনও পুরস্কার অর্জন করেছেন। তারা হলেন পরিচালক আল হাজেন, জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত ও অভিনেত্রী নাদিয়া আহমেদ।

পুরস্কারপ্রাপ্তির ব্যাপারে সৈয়দ ইকবাল বলেন, আমরা লেখা গল্প অবলম্বনে নির্মিত নাটক ‘আমার বাবা’ মর্যাদাপূর্ণ নেক্সজিএন শর্টফিল্ম উৎসবে পুরস্কার লাভ করায় আমি আনন্দিত। তবে, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তি নাট্যকার কিংবা গল্পকার হিসেবে আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিলো। আমার প্রত্যাশা, এভাবেই বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র আন্তর্জাতিক পরিমন্ডলে সমাদৃত হোক।’
সৈয়দ ইকবালের রচনায় এ যাবত বিভিন্ন টিভি চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রায় সত্তুরটি নাটক প্রচারিত হয়েছে। কয়েক বছর ধরে তিনি ‘ক্রাউন ক্রিয়েশনস’ নামের বিজ্ঞাপনী সংস্থা ও মিডিয়া এজেন্সির মূখ্য পরিচালক কর্মকর্তা হিসেবে কর্মরত। এর আগে তিনি বেশ ক’টি শীর্ষ দৈনিক পত্রিকা ও বিনোদন ম্যাগাজিনে বিনোদন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি দেশের বেশ কয়েকটি নিউজ পোর্টালে নিয়মিত লেখালেখি করেন।

উল্লেখ্য, নেক্সজিএন উৎসবে বাংলাদেশ থেকে আরো যারা পুরস্কৃত হয়েছেন তাঁরা হলেন, খ্যাতিমান নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ, অভিনয়শিল্পী শিল্পী সরকার অপু, আব্দুন নূর সজল ও মুশফিক ফারহান। বান্নাহর ৩টি নাটক “সুইপারম্যান’, ক্রাউন সংশ্লিষ্ট নাটক ‘মায়ের ডাক’ ও ‘আশ্রয়’ পুরস্কার অর্জন করে

Leave a Reply