চলচ্চিত্র
মিলন-ফারিয়া’র ‘পর্দার আড়ালে’
Published on
জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। নাটক-চলচ্চিত্রে নিয়মিত মুখ। অন্যদিকে নুসরাত ফারিয়াও চলচ্চিত্রে পরিচিত। সম্প্রতি দুজন ‘পর্দার আড়ালে’ ওয়েব সিরিজে যুক্ত হন।
কী করছেন তারা ‘পর্দার আড়ালে’? জানতে চাইলে মিলন জানান- গতকাল থেকে শুটিং শুরু হয়েছে।
পারভেজ আমিন পরিচালিত এই ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির। মিলন-ফারিয়া ছাড়াও অভিনয় করছেন ইয়াশ রোহান, ওমর সানি, মিশা সওদাগরসহ অনেকেই। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
অভিনেতা মিলন বলেন, ‘দীর্ঘদিন করোনার কারণে কাজ করতে পারিনি। এছাড়া শিল্পী সংঘের নির্বাচন নিয়ে কিছুদিন ব্যস্ত ছিলাম। গতকাল শুটিং শুরু করেছি। এর গল্প দারুণ! আশাকরি, ভালো কিছু হবে। এতে আমি পরিচালকের চরিত্রে অভিনয় করছি। অন্যদিকে ফারিয়া নতুন অভিনেত্রীর চরিত্রে অভিনয় করছেন। এখানে পরিচালকের সঙ্গে অভিনেত্রীর প্রেম হয়ে যায়।’
Continue Reading
Related Topics:ওমরসানি, চলচ্চিত্র, পর্দার অন্তরালে, ফারিয়া, মিলন, মিশা সওদাগর

Click to comment