চলচ্চিত্র
নিপু্নকে চুমু খেতে চেয়েছিলেন নির্বাচন কমিশনার পীরজাদা হারুন
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের সাধারণ সম্পাদকের ফলাফল নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন চিত্র নায়িকা নিপুন।
তিনি বলেছেন নির্বাচনে কারচুপি হয়েছে এবং এই কারচুপির সঙ্গে জায়েদ খান, এফডিসির এমডি এবং পীরজাদা হারুন জড়িত।
রবিবার (৩০ জানুয়ারি) প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন কমিশন তাঁর সাথে অনেক ধরনের দূর ব্যবহার করেছেন। দূর ব্যবহারের মধ্যে একটি হচ্ছে তাকে নির্বাচনের দিন চুমু খেতে চেয়েছিলেন দুই গালে। কিন্তু তখন নির্বাচন প্রার্থী থেকে বয়কট হয়ে যাবেন এবং আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বলে বিষয়টি তিনি চেপে গিয়েছিলেন।
এসময় তিনি আরও অভিযোগ করে বলেন, নির্বাচনের দিন তাদের প্রার্থীসহ জায়েদ খানের অনেক লোক ভিতরে প্রবেশ করতে পারলো। কিন্তু জায়েদ খানের পক্ষে খাবারের প্যাকেট ঢুকলেও তাদের প্যানেলের জন্য কোন ধরনের খাবার ঢুকতে পারেনি এফডিসিতে এবং তাদের অনেকেই এফডিসির বাইরে অবস্থান করেছে, ভিতরে ভোট দিতে আসে নি শুধু মাত্র জায়েদ খানের কারণে। জায়েদ খান প্রশাসনকে নিজের মত করে চালিয়েছেন।
