বাউল শাহ্ আব্দুল করিমের লেখা ও সুরে জে কে মজলিশ-এর সংগীত আয়োজনে ফোক গানের জনপ্রিয় জুটি চৌধুরী কামাল ও সালমার নতুন গান প্রাণওনাথ-২ প্রকাশিত হয়েছে ২৮ জানুয়ারি সিকে এ্যান্ড মিউজিক-এর ব্যানারে।
এর আগে জুটির সবচেয়ে জনপ্রিয় গান “প্রাণওনাথ ছাড়িয়া যাইওনা বন্দুরে” প্রকাশিত হয়। গানটির সংগীত আয়োজন করেছিলেন বাপ্পা মজুমদার ।
প্রাণওনাথ -২ সম্পর্কে জে কে মজলিশ বলেন, “এটি একটি খুবই শ্রুতি মধুর গান। কিংবদন্তি শাহ আব্দুল করিম-এর গানে কাজ করার অনুভূতি অন্য রকম। চৌধুরী কামাল এবং সালামর গায়কী গানটিকে ভিন্ন মাত্রা দিয়েছে”। চৌধুরী কামাল বলেন, গানটি নিয়ে আমরা সবাই খুব আসাবাদী।
সালমা বলেন, গানটি শোনার পর আমার প্রতি শ্রোতাদের ভালোবাসা আরো একটু বেড়ে যাবে বলে আমার বিশ্বাস।
উল্লেখ্য, জেকে মজলিশ সম্প্রতি সেরা সংগীত পরিচালক হিসেবে বাবিসাস এ্যাওয়ার্ড অর্জন করেন।