চলচ্চিত্র
পরীমনির প্রার্থীতা প্রত্যাহার হয়নি
বাংলা চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শোনা যাচ্ছিল শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে অনাগত সন্তানের কথা বিবেচনা করে তিন নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।
কিন্তু, এই নির্বাচন থেকে পরীমনির সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন।
জাহিদ হোসেন বলেন, আজ শনিবার দুপুর ২টা পর্যন্ত শিল্পী সমিতির নির্বাচন কমিশনে প্রার্থীতা প্রত্যাহারের চিঠি জমা দেওয়ার শেষ সময় ছিলো। এরমধ্যে আমরা কারো প্রার্থীতা প্রত্যাহারের চিঠি পাইনি। পরীমনির কোন চিঠিও আমাদের হাতে আসেনি।
পরীমনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে অভিনেতা সাইমন সাদিক বলেন, পরীমনি যখন আমাকে ফোন দিয়ে বলে যে- আমি অসুস্থ তাই আমাকে কলকাতায় যেতে হবে চিকিৎসা করানো জন্য । তাই এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাই। আমি তখনি শিল্পী সমিতির নির্বাচনের কমিশনারের কাছে এসে বলি। তখন সময় আর ছিলনা প্রত্যাহার করার। তাই প্রত্যাহার হয়নি। তাই তাকে নির্বাচন করতে হবে।
উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন পরীমনি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করবেন সিনিয়র অভিনেতা পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন চলচ্চিত্র পরিচালক বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে স্বনামধন্য পরিচালক সোহানুর রহমান সোহানকে। এছাড়াও চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ হোসেন জেমী ও প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।
