টেলিভিশন
শিল্পী সংঘের সভাপতি প্রার্থী হচ্ছেন নাসিম ও শাওন
রাজধানীর মগবাজার মুক্তিযোদ্ধা সংসদের সামনে, শিল্পকলা একাডেমি থেকে টিভি মিডিয়াপাড়ার সর্বত্র এখন টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন নিয়ে আলোচনা। কে হচ্ছেন প্রার্থী, কে কোন পদে লড়বেন সেসব নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই।
জানা গেল, এবার অভিনয় শিল্পী সংঘের সভাপতি পদে লড়বেন গেল দুই মেয়াদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা আহসান হাবিব নাসিম। তার সঙ্গে সেক্রেটারি পদে জোট বাঁধবেন অভিনেতা রওনক হাসান। তিনি বর্তমান কমিটির জয়েন্ট সেক্রেটারি।
বেশ কিছু সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে এ ব্যাপারে জানতে চেয়ে যোগাযোগ করলে অভিনেতা নাসিম জানান, কিছুই চূড়ান্ত নয়। নির্বাচনের আগ মুহূর্তে অনেক তথ্যই ছড়ায়৷ আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো কিছু বলা যায় না।
এদিকে জানা গেল, নাসিম-রওনক প্যানেলের বিপক্ষে জোট বাঁধছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও কবির টুটুল। শাওন নির্বাচনে আসবেন সভাপতি পদে। কবির টুটুল থাকবেন সেক্রেটারি পদে৷
তবে প্যানেলগুলোর চূড়ান্ত তালিকা এখনো তৈরি হয়নি। ২৮ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচন বিষয়ে বিস্তারিত জানা যাবে ১৪ জানুয়ারি৷
