Connect with us

Jamjamat

তানভীরের নির্দেশনায় বছরের শুরুতে দুটি গানের মডেল রিয়াজুল রিজু

অডিও

তানভীরের নির্দেশনায় বছরের শুরুতে দুটি গানের মডেল রিয়াজুল রিজু

নতুন বছরের শুরুতে নির্মিত হলো মিউজিক ভিডিও। গীতিকার শিমুল মাহমুদ সুর ও সঙ্গীত করেছেন আলমগীর হোসেন গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী শিমুল মাহমুদ। ক্যামেরায় ছিলেন আল আমিন। মাইকেল বাবু ও রতনের কোরিওগ্রাফিতে পরিচালনা করেছেন তানভীর হাসান।

অভিনেতা রিয়াজুল রিজু বলেন, ‘ফেইসবুক এখন নেশার মতো’, ‘ঢাকায় এসে আমরা সবাই হ্যাপি’ শিরোনামে দুইটি বিগ বাজেটের গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে শুরু হলো নতুন বছর। ১লা জানুয়ারি উত্তরা দিয়াবাড়ি থেকে শুটিং শুরু হয়,এরপর ঢাকার কাওরানবাজার, নারায়ানগঞ্জ ও মাওয়া ঘাট সহ বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিও শুটিং শেষ করেন। রিয়াজুল রিজু কাজটি নিয়ে অনেক আশাবাদী।

তিনি আরো বলেন, শিমুল মাহমুদ ভাই অসম্ভব সৃজনশীল মানুষ এছাড়াও তানভীর হাসান ভাইয়ের নির্দেশনায় আমি ‘মধ্যবিত্ত’ নামক একটি চলচ্চিত্রে অভিনয় করছি।

Click to comment

Leave a Reply

More in অডিও

To Top