শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
Uncategorized

অভিনয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন মাহিমা

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

অভিনয়ের দুনিয়ায় মুগ্ধতা ছড়ানো এই আগন্তুকের নাম মাখনুন সুলতানা মাহিমা। বাবা সিরাজুম মুনির টিটু থিয়েটারের সাথে সম্পৃক্ত থাকার কারণে বাবার নেশাই যেন পেলো মাহিমাকে। অভিনয়ের প্রতিই তার ভীষণ ভালোলাগা, ভালোবাসা। তাই পরিবারের পূর্ণ সহযোগিতার কারণেই মাহিমা একটু একটু করে অভিনয়ের দুনিয়ায় নিজেকে নানান ধরনের গল্পে ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে নির্ভরশীল একজনে পরিণত করার চেষ্টা করছেন।

বরিশালের মেয়ে মাহিমার ছোটবেলা থেকেই ‘খেয়ালী’ গ্রুপ থিয়েটারের সাথে সম্পৃক্ত বাবার কারণেই। বাবা অভিনয় করতেন বলে মাহিমারও ভালোলাগা ছিলো বাবার অভিনয়ের প্রতি। মঞ্চে অভিনয় করেছেন মাহিমা অপূর্ব রায়ের পরিচালনায় ‘মহুয়ার পালা’সহ আরো বেশ ক’টি নাটকে। এই দলের মিন্টু বসু’র কাছে অভিনয় সম্পর্কে বিষদ জানার চেষ্টা করেছেন, শিখেছেন। মূলত ২০১৮ সালে আহসান সারোয়ারের ‘রং ঢং’ সিনেমায় মাহিমার প্রথম অভিনয় করা। কিন্তু সিনেমাটি মুক্তি পায়নি। মাহিমাও থেমে যান। কিন্তু পরবর্তীতে মাবরুর রশীদ বান্নাহ’র পরিচালনায় ‘কল্পতরুর গল্প’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে নতুন হিসেবে দর্শকের মধ্যে বেশ আলোচনায় আসেন। একই পরিচালকের ‘লাভ’,‘ জিএফ’, ‘ বিএফ’, ‘প্রপোজ’সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করেন তিনি।

বান্নাহ’র দু’টি ধারাবাহিক ‘স্টুপিডস’ ও ‘বদমাইস পোলাপাইন’-এ অভিনয় করেও মাহিমা দর্শকপ্রিয়তা পান। মাহিমা জানান এরইমধ্যে অভিনয়ে কিছুটা হলেও আলোচনায় এসে তিনি সোহেল আরমান, সঞ্জয় সমাদ্দার, রাকেশ বসু, স্বারজ দেব’সহ আরো বেশ কয়েকজন মেধাবী পরিচালকের নির্দেশনায় অভিনয় করেছেন। গতগকাল তিনি রাইসুল তমালের নির্দেশনায় ‘মাঝি দ্য রিয়েল’ নাটকের কাজ শেষ করেছেন। বছরের শেষ দিনগুলো এবং আগামী বছরের শুরুর দিনগুলোও শুটিং-এ ব্যস্ত থাকবেন তিনি। মাহিমা জানান, ৫/৬ টি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজও করেছেন তিনি। মাহিমা বরিশাল থেকেই এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেছেন। বর্তমানে কলেজ অব হোম ইকোনোমিক্স-এ ‘চাইল্ড ডেভেলপম্যান্ট অ্যান্ড স্যোসাল রিলেসনসিপ’ বিষয়ে অনার্স করছেন তিনি।

অল্পকিছুদিনেই অভিয়ের দুনিয়ায় দর্শকপ্রিয়তা পাওয়া এবং নিজের ভালোলাগা নিয়ে মাহিমা বলেন,‘ আমার বাবা মা, আমার পরিবারই আমার অভিনয়ের বড় অনুপ্রেরণা। তারা যদি আমাকে পুরোপুরি সহযোগিতা না করতেন তাহলে আমি অভিনয়ের পথে এগিয়ে যেতে পারতাম না। আমার বর্তমান অবস্থান নিয়ে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আমি অল্প অল্প করে পরিশ্রম করে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞ, রাসেল আহমেদ, আহসান সারোয়ার এবং মাবরুর রশীদ বান্নাহ ভাইয়ের প্রতিও কৃতজ্ঞ। অভিনয় আসলে শেখার শেষ নেই, তাই জীবনের শেষদিন পর্যন্ত অভিনয় শিখে যেতে চাই।’ ১৬ জানুয়ারি জন্ম নেয়া মাহিমার প্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, প্রিয় অভিনেতা নায়ক সালমান শাহ। মাহিমার মা ফারহানা সিরাজ সীমা, তার বড় বোন তুষি ও ছোট ভাই ইয়াসিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ