Connect with us

Jamjamat

চিত্রনায়িকা মাহিয়া মাহি ‘বুবুজান’ চলচ্চিত্রের শুটিং দিয়ে ফিরছেন

চলচ্চিত্র

চিত্রনায়িকা মাহিয়া মাহি ‘বুবুজান’ চলচ্চিত্রের শুটিং দিয়ে ফিরছেন

বাংলা চলচ্চিত্রের দর্শকজনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি ওমরাহ করে দেশে ফিরেছেন তিনি। আর দেশে ফিরেই ১৭ ডিসেম্বর থেকে ‘কাগজের বৌ’ নামের ওয়েব ফিল্মের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু হঠাৎ শুটিং শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ওয়েব ফিল্মটি করছেন না বলে জানান মাহি।

এরপর খবর ছড়িয়ে পড়ে ওমরাহ থেকে ফিরে অভিনয়ে ফিরছেন না মাহি। এবার জানা গেল, আগামী সপ্তাহ থেকে সিনেমার শুটিংয়ে ফিরছেন তিনি।

আসছে সোমবার থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘বুবুজান’ সিনেমার শেষ লটের শুটিং করা হবে। এই লটে মাহি শুটিংয়ে অংশ নেবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনি।

এই নির্মাতা রনি বলেন, ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ের শিডিউল দিয়েছেন মাহি। তিনি শুটিংয়ে যোগ দেবেন। অবশ্য এ বিষয়ে জানতে মাহির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

নারীর প্রতি সহিংসতা রোধের অঙ্গীকার নিয়ে নির্মাণ হচ্ছে ‘বুবুজান’ চলচ্চিত্রটি। ইতোমধ্যে পর্যটন নগরী কক্সবাজার, চাঁদপুর ও পূর্বাচলে শুটিং সম্পন্ন হয়েছে।

‘বুবুজান’ সিনেমাটি নির্মিত হচ্ছে শাপলা মিডিয়ার প্রযোজনায়। সিনেমাটিতে নায়ক শান্ত খানের বোনের চরিত্রে অভিনয় করছেন মাহি। আর শান্তর বিপরীতে রয়েছেন নিশাত নাওয়ার সালওয়া।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top