টেলিভিশন
ইমতু-রুহীর মায়ের চোখে জল!
Published on
একটি পরিবারের মধ্যমণি হচ্ছেন ‘মা’। প্রতিটি পরিবারে সেই মাকে নিয়ে থাকে নানান গল্প। মায়েদের ভালোবাসা পৃথিবীর সব সম্পর্ক থেকে আলাদা। নিঃস্বার্থ। সন্তান আর মায়ের সম্পর্ক কোনো স্বার্থের সাথে তুলনা করা যায় না। অনেক সময় সন্তানদের দিক থেকে মায়ের প্রতি ভালোবাসার কমতি হলেও মায়ের বেলায় সেটা কখনোই হয় না। তাই তো সংসার জীবনে মায়েদের জীবনে অনেক কষ্টের ঘটনা ঘটে থাকে। মায়ের চোখে অশ্রু দেখা যায়। এমনি পারিবারিক গল্পের নাটক ‘মায়ের চোখে জল’।
সাইফুর রহমান কাজলের রচনা ও মুসাফির রনি পরিচালিত নাটকটিতে জুটি বেধে অভিনয় করেছেন ইমতু রাতিশ ও নুসরাত জান্নাত রুহী। প্রচেষ্টা অ্যাড মিডিয়া প্রযোজিত নাটকটিতে আরো অভিনয় করেছেন তুতিয়া ইয়াসমিন পাপিয়া, তাসান প্রমূখ।
পরিচালক সূত্রে জানা যায়, খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভিতে সম্প্রচারের পর ইউটিউবে রিলিজ দেয়া হবে।
Continue Reading
Related Topics:ইমতু রাতিশ, নুসরাত জান্নাত রুহী, মায়ের চোখে জল

Click to comment