বুধবার, ০৮ মে ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
Uncategorized

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

‘অভিনয় শিল্পী সংঘ’র সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হলো গতকাল। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল ভবনে গতকাল দুপুর ১২টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি, জীবন্ত কিংবদন্তী নাট্যব্যক্তিত্ব, সাবেক সংস্কৃতি মন্ত্রী ও অভিনয় শিল্পী সংঘ’র সদস্য আসাদুজ্জামান নূর, নাট্যজন মামুনুর রশীদ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে সাধারণ সভার যাত্রা শুরু করেন।

তথ্যমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, আমাকে এমন একটি সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে নিমন্ত্রন জানানোয় আমি গর্বিত বোধ করছি। কারণ এটি অভিনয় শিল্পীদের সংঘ। যাদের অভিনয়ে এদেশের কোটি কোটি দর্শক মুগ্ধ হন। আমি তাদের সাধারণ সভার উদ্বোধন ঘোষনা করছি, সেইসাথে সাধারণ সভার সাফল্য কামনা করছি।

সংঘ’র সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমের উপস্থাপনায় আমন্ত্রিত তিন অতিথি ও সংঘ’র সভাপতি শহীদুজ্জামান সেলিমকে এর পরপরই ফুল দিয়ে বরণ করেন অভিনেত্রী তারিন জাহান, জাকিয়া বারী মম ও উর্মিলা শ্রাবন্তী কর।

এরপর মঞ্চে এসে মামুনুর রশীদ তার বক্তব্যে বলেন, সাধারন সভা এমনই একটি দিন যে দিনটিতে আমার প্রিয় প্রিয় সহকর্মীদের সঙ্গে সুন্দরভাবে কাটানোর মতো একটি দিন। এই দিনটির জন্য আমি বিশেষভাবে অপেক্ষা করি। একটি কথা আজ বলতে চাই, ষাট কিংবা সত্তরের পর শিল্পীদের অভিনয় করাটা কমে যায়। অভিনয় শিল্পী সংঘ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টো সাথে যুক্ত হওয়ায় এটা আমাদের জন্য কল্যাণ কর। শিল্পীরা শিল্পের উৎকর্ষতা নিয়ে ভাববে, এমনটাইতো হওয়া উচিত। আর এভাবেই আমরা আন্তর্জাতিক অঙ্গনে আরো দেশের মুখকে উজ্জ্বল করবো অভিনয় দিয়ে।

আসাদুজ্জামান নূর বলেন,করোনায় আমরা অনেককে হারিয়েছি। তাতে আমাদের সংস্কৃতি অঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হলো তা পূরণ করা সম্ভব নয়। করোনায় অনেক শিল্পীর অবস্থা খুবই দুর্বিসহ ছিলো। তারপরও অভিনয় শিল্পী সংঘ যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে তাতে আমি এই সংঘ’র প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সাধারণ সভা’র শেষপ্রান্তে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। সম্মাননা তুলে দেন করভী মিজান, মুনিরা ইউসুফ মেমী ও তানিয়া আহমেদ। সভা শেষে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পর্বে উপস্থাপনা করেন রওনক হাসান, সাজু খাদেম, জাকিয়া বারী মম ও শবনম ফারিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ