শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন
Uncategorized

ক্ষমা চাইলেন রানা বর্তমান; প্রযোজকের সাইবার ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতি!

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

আলোচনা কেন্দ্রবিন্দু এখন “রাগী” চলচ্চিত্রের ফুটেজ ফাঁসের ঘটনা নিয়ে। পরিচালক ও প্রযোজকের পৃথক দুটি অভিযোগের ভিত্তিতে গতকাল ২৫ নভেম্বর রাত ১০টায় তেঁজগাও শিল্পাঞ্চল থানায় বিবাদী অভিযুক্ত রানা বর্তমানকে দুপক্ষের মধ্যে সমতা ফিরিয়ে আনতে থানার অফিসার ইনচার্জ কাজী আবুল কালামকে কথা বলতে দেখা যায়। এতে রানা বর্তমান নিজের ভুল স্বীকার করে “রাগী” চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালকের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে দেখা যায়। পরে পরিচালকের সাথে রানা বর্তমানের কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটির সৃষ্টি হয়। বিষয়টি দেখে প্রযোজক বেশ ক্ষিপ্ত হতে দেখা যায়। পরবর্তিতে তেঁজগাও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ কাজী আবুল কালাম প্রযোজক জাকিয়া খাতুন জয়াকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে যাওয়া পরামর্শ দেন।

এ প্রসঙ্গে প্রযোজক জাকিয়া খাতুন জয়া বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও এই “রাগী” চলচ্চিত্রের কাজ সমান তালে শেষ করেছেন। আজ সেই গানের জন্য কোটি টাকার উপরে চলচ্চিত্রের ক্ষতির সম্মূখিন হয়েছেন। বিষয়টি সবার কাছে সামান্য হলেও এই প্রযোজকের কাছে ক্ষতির পরিমান ১০ লক্ষাধিক টাকার বেশি।’ তিনি আরও বলেন, ‘তার পুরো চলচ্চিত্র এখন হুমকির মুখে। কোনভাবে চলচ্চিত্রটি মুক্তির আগে যদি সোস্যাল মিডিয়াতে গানের ফুটেজ এর মতো ফাঁস হয়ে যায় তাহলে তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতি হবে এই প্রযোজকের। ভয়ে আছেন যদি না পুরো চলচ্চিত্র ফাঁস না হয়ে যায়। তাই এই চক্রের সাথে সকল জড়িততের আইনের আওতায় এনে শাস্তির জন্যই সাইবার ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

পরচালক মিজানুর রহমান মিজান জানান, ‘রানা বর্তমান আমার পূর্ব পরিচিত। তার সাথে আমার প্রায় দেখা হয়। নিয়মিত নানা বিষয় নিয়েই কথা হয়। সেও একজন টিভি মিডিয়ার পরিচালক। গত পড়শুদিন ২৪ নভেম্বর রাতে আমাকে বরংবার কল করেন। কলের যন্ত্রণায় তাকে আমি মগবাজার আসতে বলি এবং তাকে তার ভুলের জন্য প্রযোজকের কাছে ক্ষমাও চাইতে বলি। কিন্তু তা তিনি করেননি বরং থানায় দুইজন লোক নিয়ে এসে আমাদেরকে হেয় করেছেন। আমাকে ও আমার প্রযোজক অসম্মান করেছেন। নানান প্রশ্নের সম্মূখিন করেছেন। উনার পেজে একাধিক অশ্লীল ভিডিও আপ করতে দেখা যায়। তিনি তাৎক্ষণিক তা অস্বীকার করতেই বাধ্য হয়েই রাগ করতে বাধ্য হই।’ তিনি আরও জানান, ‘আমি সম্মানিত চলচ্চিত্র পরিচালক সমিতির একজন সদস্য। কিন্তু তার পেজে চলচ্চিত্র পরিচালক লিখা দেখেই বেশ ক্ষুব্ধ হই। তখন তিনি কি করলেন থানার অফিসার ইনচার্জ কাজী আবুল কালাম সাহেবকে ভুল ব্যাখ্যা দিতে থাকেন। যদিও চলচ্চিত্র পরিচালক সমিতির কোন সদস্য নন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়েছি। মানুষ মাত্রই ভুল তার জন্য তাকে বিনয়ী হওয়া দরকার ছিল। কিন্তু তা করেননি। ইতিমধ্যে ডিরেক্টর গিল্ড এর সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ দায়ের করেছি। এর একটি বিহিত করা দরকার বলে মনে করেন এই পরিচালক।’

“রাগী” চলচ্চিত্রের অভিনেতা পারভেজ চৌধুরী আবির বলেন, ‘কোটি টাকার চলচ্চিত্রে একটি গানের ভয়েস লাগিয়ে মিউজিক ভিডিও এর মডেল বানিয়েছেন! একাধিক বন্ধুদের হেয় হয়েছেন। যার প্রতিটি চলচ্চিত্রের পারশ্রমিক ২০-৩০ লক্ষাধিক টাকার বেশি। বিষয়টি তার জন্য লজ্জাজনক বলে মনে করেন।’ তিনি আরও বলেন, ‘এরকম ঘটনায় তিনি আগেও অবগতি ছিলেন। সম্প্রতি এস. এ. হক অলিকের “গলুই” নামক চলচ্চিত্রের একাধিক ভিডিও উনার পেজে ছাড়তেও দেখা গেছে। এ বিষয়টি নিয়ে এস. এ. হক অলিক বেশ ক্ষিপ্ত বলে জানা যায়। সকল বিষয়ে এই অভিনেতা আইনের ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন।’

তবে বিবাদী রানা বর্তমানের ভাষ্যে, ‘তিনি জেনে শুনে ভুল করেননি। একটি ইউটিউব থেকে ভিডিওটি এডিট করে নিজের কণ্ঠের গান লাগিয়ে তার নিজের পেজে আপলোড করেছেন। তিনি তার ভুলের জন্য অনুতপ্ত ছিলেন।’

উল্লেখ্য, তবে একটি বিশ্বস্থসূত্রে এর আগেও একাধিক অভিযোগের বাইরেও রানা বর্তমানের নামে অশ্লীল ভিডিও নির্মাণের অপরাধে গ্রেফতারের কথা জানায় যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ